দুর আকাশ মেঘে ঢাকা
আমি বিষন্নতার শাড়িতে সেজে আছি আনন্দ দেখবো বলে,
কিন্তু অভুক্ততা উকি দেয় নির্লজ্জভাবে।
আমাকে খুবলে খুবলে খায় অগোছালো আর চিন্তাহীনতা ,
কত কাল আমি মশাল হয়ে জ্বলবো এই নিরাশার অন্ধকার ঘরে
কতকাল স্বপ্ন দেবীর পুজা করে যাব ,
আমার বাগানের সব ফুল শেষ।
আমি চাই মুক্তি, আমি চাই বাধাহীন উড়তে
উড়ে উড়ে ক্লান্ত হয়ে ঘরে ফিরবো, ঘুমিয়ে পড়বো
আবার জেগে উড়ে যাব সাদা কাশবনে
শুভ্রতায় ভরে যাবে মন, ধুযে যাবে সব অন্ধকার কুটিলতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।