আমাদের কথা খুঁজে নিন

   

কালো বিলাই

ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. মন খারাপ হলে সবচেয়ে বেশী ঘন্টা হলো পাঁচঘন্টা আমি হেটেছি । এক টানা। অনেক মন খারাপ হলে এমন। আর কম মন খারাপ হলে তিন ঘন্টা হাটি। তাহলে মন খারাপের সীমানা পাচ থেকে তিন ঘন্টা হাটার ভেতর টানা থাক।

দেখেছি রঙ বে রঙ্গে । সুয়োর রঞ্জিত মালুর কালো বিড়াল । ৭০ লাখে খুজে পাওয়া গেছে ? জানেন খবর ? কত বড় বড় নীতি কথা শুনাতেন আমাদের এই কুলাঙ্গার সুরঞ্জিত ,এখন দেখি লুটেরাদের একজন,ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না । । হরি লুটে অংশ গ্রহন করে নিজে কে প্রমান করলেন তিনিও কম নন , মাত্র ৭০ লাখ ? ছিঃ ইজ্বত গেলো বুড়াকালে এর বেশী কেউ দিতে রাজী হয়নি ।

হা হা হা হা হা হ ৭০ লাখে কি হবে !! অকেজো জিনিষপত্র মেরামত করতে তো ৭০ লাখ ডলার লাগবে। টাকায় হবেনা। মুদ্রাস্ফীতির ফরমুলা অনুযায়ি ৭০ লাখ টাকাতে তেমন কিছু কেনা যায়না। কিছু মূর্খ মানুষের দ্বারা ভারতের দালালী পরিচালিত। দেশে চোর ডাকাতরা ছালাতে করে টাকা নিয়ে ঘুরে।

দেশে যদি মূলধন তৈরি না হয়ে তা বাইরে চলে যায় তাহলে অর্থনীতি কিভাবে শক্তিশালী হবে? টাকা যতই থাক জিনিষের দাম যদি বৃদ্ধি পায় কোন নিয়ন্ত্রন যদি না থাকে তাহলে বস্তা বস্তা টাকা নিয়ে ঘুরাঘুরিই হবে। কাজ কিছু হবেনা। বড় বড় দালান হলেই কোন দেশ উন্নত হয়না। কোরাইলের বস্তিটার মত বস্তি আছে সারা বাংলাদেশ জুড়ে এক নিঃশব্দ দুর্ভিক্ষ চলছে যা এইসব বড় বিল্ডিং এর আড়ালে চাপা পড়ে আছে । চোর আর চোরদের সাগরেদ মধ্যবিত্তরা তো আছে ভালই।

হয়রানী হচ্ছে নিম্নবিত্তদের যাদের পেটে ক্ষুধা মুখে লজ্বা । না ভিক্ষা করতে পারে না চুরি। দুর্বিসহ জীবন তাদের। এইসব মানুষের সংখ্যা অনেক বেশী। অগুনিত।

বেকারের হার বৃদ্ধি পাচ্ছে। যারা চুরি করেনা আর যাদের চুরি হয়ে যায় তারা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে জটিলতার চোরাবালুর শেষ প্রান্ত থেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.