সামহোয়ার কে ধন্যবাদ আমাদের মধ্যে অনেক কিছু নিয়েই তো অহংকার বোধ চলে আসে । সকল প্রশংসার মালিক যদি আল্লাহ পাকই হোন তবে আমাদের তো আর অহংকার করার কোন প্রয়োজন দেখছি না। আর আমি শুনেছি অহংকারিকে আল্লাহ ভালবাসেন না। টাইটানিক যাকে নিয়ে অহংকার ছিল তা আজ হতে ঠিক ১০০ বছর আগে ডুবে যায় তার মধ্যে যারা এই অহম এর সরিক দার হতে চেয়ে ছিল তারাও সেই বস্তুগত অহম এর সাথে তলিয়ে গেল। আবার ৯/১১ তে মৃতু্ হয়েছিল আরেক অহংকারের ভবন দ্বয়ের ভয়ংকর পতনের ফলে। তাই নিজেকেই বোঝাই নিজের ভিতর কোন কিছুনিয়ে অহম থাকলে ঝেড়ে ফেল পতন হতে রেহাই পাবার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।