আমাদের কথা খুঁজে নিন

   

অহংকারের অধিকারী

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই।

আজি কোথা হারাল আকাশের নীল দেখেছি হেথা রূপে রূপে ছিলে বর্নীল। নীলকে আজ দিয়েছে ঢেকে ধবধবে সাদা মেঘের পাহাড়, আঁখি জোড়া মোর ফেলে নাকো পলক দেখিয়া তব রূপের বাহার। তোমার এ রূপ দিয়েছে যিনি তিনি যে কত রূপের অধিকারী করি যদি উপলদ্ধি বুঝি তিনিই সকল অহংকারের অধিকারী। মুহূর্তেই খুব অসহায়ত্ব বোধ করি আর নিজেকে সম্পূর্ণরূপে সমর্পন করি “পাই যদি একটুখানি শান্তি করে তোমার গোলামী।” আগষ্ট, ২০১২।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।