এমন লোকই অহংকার করে, যে নিজেকে বড় মনে করে। আর নিজেকে সে-ই বড় মনে করে, যে জানে তার মধ্যে কোন পার্থিব অথবা পারলৌকিক পূর্ণতার গুণ বিদ্যমান রয়েছে। পারলৌকিক পূর্ণতা দুটি~ ইলম (জ্ঞান) ও আমল (কর্ম)। অন্যদিকে পার্থিব পূর্ণতা পাঁচটি~ বংশ, সৌন্দর্য, শক্তি, ধন-সম্পদ এবং বন্ধু-বান্ধব ও সংগী-সাথীদের প্রাচুর্য। অতএব, এ সাতটি বিষয়ই হচ্ছে অহংকারের কারণ।
অহংকারের প্রথম কারণ ইলম তথা জ্ঞান। জ্ঞানী ব্যক্তিরা দ্রুত অহংকারী হয়ে পড়ে। তাই হাদীসে বলা হয়েছে- "জ্ঞানের বিপদ হচ্ছে অহংকার।"
(সূত্র: ইমাম গায্যালী রচিত The Revival of Religious Sciences/ ইহ্ইয়াও উলুমিদ্দীন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।