আমাদের কথা খুঁজে নিন

   

যে গভীর ষড়যন্ত্ররে মাধ্যমে মুসলমি জাতি এবং বিশ্বমানবতার মূল জ্ঞানের ভিতর বিভ্রান্তি সৃষ্টি ।

আর যারা পরকালে বিশ্বাস করে না তারা নিঃসন্দেহ পথ থেকে তো বিপথগামী। (২৩-৭৪) বিসমিল্লাহীর রাহমানীর রাহীম। আজ হতে পাঁচ থেকে সাতশত বছর র্পূবে মুসলমানরা জীবনরে সকলদিক থেকে পৃথবিীর অন্য সকল জাতরি চেয়ে শ্রষ্ঠে ছলি। আজ মুসলমানরাজীবনরে সকল দিকে পৃথবিীর অন্য সকল জাতরি চেয়ে অবশ্বিাস্যরকমভাবে পিছিয়ি পড়ছে। এবং এটিই বাস্তব সত্য।

কারো পক্ষে এটি অস্বীকারকরার উপায় নইে। র্অথাৎ মুসলমি জাতি আজ চরমভাবে অধঃপততি। এ অধঃপততির পেছনে রইয়েছে গভীর ষড়যন্ত্রর। যে গভীর ষড়যন্ত্ররে মাধ্যমে মুসলিম জাতি এবং বিশ্বমানবতার মূল জ্ঞানে ভুল ঢুকানো হয়েছে। নিচে একটি বইয়ের লিঙ্ক দেওয়া হয়েছে।

বইটি থেকে আপনারা এন্টি ইসলামিক ষড়যন্ত্র সম্পর্কে বেসিক ধারনা নিতে পারেন। একটি ব্যাপার যে, এই বইয়ের সব যুক্তি যে আপনাকে মানতে হবে তা বলব না, কিন্তু বই এর মূল ধাবনা যে একেবারে মিথ্যা তাও বলা ঠিক হবে না। ব্যাক্তিগত ভাবে আমি এই বইয়ের সব যুক্তির সাথে একমত না হলেও মূল ধারনার সাথে একমত। এই বইয়ের সব যুক্তির সাথে একমত না হওয়ার কারন এই বইয়ে পরয়াপত তথ্যে বা "সঠিক" তথ্যের ঘাটতি লক্ষনীয়। আশা করি আপনাদের সবার সহায়তায় এটি অনেক সমৃদ্বি লাভ করবে ইনশাল্লাহ ।

ফেজবুকে সবার আলোচনার জন্য একটি পেজ খুলা হয়েছে। আশা করি সবাই এই আলোচনায় পারটিসিপেট করবেন। আল্লাহ হাফেয। পোসটের ফেজবুক লিনক Click This Link বইটি ডাউনলোডের লিনক http://www.mediafire.com/?x9n8moq1ckabcry ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।