আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আমার সেই ছত্রাক কে আজ পড়াতে গেলাম অনেক দিন পর, অংক করতে করতে হঠাৎ কলম পড়ে গেল ... আমি চুপচাপ বসে আছি। শালা দেখি কলম তুলে দেয় না। আমিঃ কি মিয়া ! কলম তুইল্লা দাও ... ছাত্রঃ একটা কলম নিজে নিজে তুলতে পারেন না। আমিঃ ওই বেটা ... আমি কি তোর বাপের চাকর .......??? ছাত্রঃ অবশ্যই আপনি আমার বাপের চাকর, স্পেসিক ভাবে বললে আমার চাকর। এবং আপনার থেইকাও বহুত দামী দামী চাকর এই চৌধুরী বাড়িতে কইরা খাইতাসে বুঝলেন.... আমিঃ দেখ ভাই, মাস্টারের সাথে এভাবে কথা কইতে হয় না, তোদের বয়সে স্যারদের কত সম্মান করতাম... ছাত্রঃ রাখেন আপনার সম্মান, আমি তো চাই ই আপনি বিদায় হন। আপনারে আইতে কইসে কে.... আমিঃ আইচ্ছা আইচ্ছা, আমিই তুলতাসি ...... ছাত্রঃ হু.... এইতো লাইনে আসছেন, আজকে যাওয়ার আগে আমার রুমটা ঝাড়ু দিয়া যাবেন। মাস শেষ হইয়া আসছে, আমাদের বুয়াও ছুটিতে বুঝেনই তো ........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।