আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার ৪২ রানে জয়

আইপিএলের মঙ্গলবারের দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালের্ঞ্জাস বেঙ্গালুরুকে ৪২ রানে হারিয়েছে শাহরুখের কোলকাতা নাইট রাইডার্স। ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নামা বেঙ্গালুরুকে ১২৩ রানে বেঁধে ফেলে কোলকাতা। দলের টপ ও মিডল অর্ডারে খেলতে নামা কোন ব্যাটসম্যনাই কোলকাতার বোলিং শিবিরের কাছে দাঁড়াতে পারেনি। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে খেলতে নামা ভেট্টরি ২০ ও বিনয় কুমার ২৫ ছাড়া আর কোন ব্যটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস।

কোলকাতার হয়ে বালাজি ১৮ রানে ৪ উইকেট শিকার করেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করেত নামা কোলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে। উদ্ধোধনী জুটি ক্যালিস ও অধিনায়ক গম্ভীর দলীয় স্কোরে ৬০ রান যোগ করার পর প্রথম উইকেটের দেখা পায় ডেকান শিবির। ক্যালিসকে ২২ রানে সাজঘরে ফেরান ভেট্টরি। এরপর প্রথম উইকেটে খেলতে নামা বিশলাকে সঙ্গে নিয়ে দারুণ এক পার্টনারশীপ গড়ে তোলেন গম্ভীর।

২২ বলে ২ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে ৪৬ রানের ইনিংস খেলে মুরালিধরনের শিকার হন বিশলা। এরপর দলীয় স্কোরে ১৫ রান যোগ করে ওপেনার গাম্ভীরকে ৬৪ সাজঘরে ফেরান জহির খান। কোলকাতা স্কোয়াডে সুযোগ না পাওয়া সাকিব আল হাসান ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বোলিং নৈপুণ্যে ২১ রানে বেঙ্গালুরুর ২ উইকেট তুলে নেন। বেঙ্গালুরুর বিনয় কুমার ১৮ রানে ২ উইকেট তুলে নেন। সংক্ষিপ্ত স্কোর: কোলকাতা নাইট রাইডার্স: ১৬৫/৮ সর্বোচ্চ রান: গৌতম গম্ভীর ৬৪ সর্বোচ্চ উইকেট: বালাজি ১৮/৪ রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু: ১২৩/৯ সর্বোচ্চ রান: বিনয় কুমার ২৫ সর্বোচ্চ উইকেট: বিনয় কুমার ১৮/২ ফলাফল: কোলকাতা নাইট রাইডার্স ৪২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: বালাজি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।