আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার পঞ্চম জয়

১৩ ম্যাচে কলকাতার এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে আপাতত তারা সপ্তম স্থানে। সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করা পুনের অবস্থান সবার নিচে। পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয়ে যায় পুনে।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পার ৩১ রানের পরও ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পুনে। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৮ বলে ৪০ রান করলেও লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি পুনে। উথাপ্পা ও ম্যাথিউস ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন নি। ১৯ রানে ৩ উইকেট নিয়ে লক্ষ্মিপতি বালাজি কলকাতার সেরা বোলার। এর আগে মানভিন্দর সিং বিসলার সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীরের ৪৫ রানের জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়।

জ্যাক ক্যালিস ও এউইন মর্গান দ্রুত বিদায় নিলেও দলকে ৩ উইকেটে ৯০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান গম্ভীর (৪৪ বলে ৫০)। সেখান থেকে কলকাতার সংগ্রহ দেড়শ পেরুয় রায়ান টেন ডসকাটে (২১ বলে ৩১), মনোজ তিওয়ারী (১০ বলে ১৫*) ও রজত ভাটিয়ার (৫ বলে ১৩*) কৃতিত্বে। পুনের পক্ষে মিচেল মার্শ ৭ রানে ২ উইকেট নেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।