অদ্ভুত উটের পিঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ট্রাফিক সিগনালে বাংলা গান চালানোর যে ব্যবস্থা চালু হয়েছিল প্রায় ৭ টি সিগনালে তা আপাতত বন্ধ৷ জানা যায় পেনড্রাইভ -এর সাহায্যে গান শোনানো হত এবং তা চুরি হয়ে গেছে৷ তাই গান শোনানো বন্ধ হরিশ মুখার্জি ক্রসিং, এস. এন ব্যানার্জী ক্রসিং পার্ক সার্কাস ক্রসিং সহ গুরুত্বপূর্ণ ৭ টি সিগনালে৷ এই বাপরে মেয়রের কাছে অভিযোগ হলে তিনি জানান এই ব্যবস্থার তত্ত্বাবধানের দায়িত্ব কলকাতা পুরসভা, পুলিশ ও কিছু বিজ্ঞাপন সংস্থার উপর দেওয়া হয়েছে৷ তবে এই ঘটনার কথা পুলিশ কমিশনারের নজরে আনা হয়েছে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।