অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।
আপনার কম্পিউটার এর সামনে থেকে দূরে সরে যান । angelina jolie কে দেখতে পাবেন।
একই পদ্ধতি । বলুন তো এটা কে? জনি ডেঁপ
সবগুলোই সুষম বৃত্ত । বিশ্বাস করবেন কি???
এটা কে? আমি চিনি না।
কোন দিকে চালাবেন এটাকে ????
অসাধারণ একটা ইল্যুশন। বাম চোখ বন্ধ করুন বাম হাত দিয়ে।
ডান চোখ রাখুন ছোট বল টির উপর। একটু পর দেখবেন বড় বল টি আর নাই। যদি দেখতে না পান, তাহলে বুঝবেন, আপনি কম্পিউটারের অনেক কাছে বা অনেক দূরে বসেছেন। পজিশন একটু চেঞ্জ করে দেখুন। কাজ করবেই।
+ চিহ্ন টার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকুন। দেখবেন একটা সবুজ ডট কথেকে যেন উদয় হয়ে ঘুরতে ঘুরতে সবগুলো গোলাপি ডট কে খেয়ে ফেললো।
মেয়েটির পায়ের দিকে তাকিয়ে থাকুন। কোন দিকে ঘুরছে খেয়াল করুন। কিছুক্ষন পর দেখবেন উল্টা দিকে ঘুরছে।
নীল ডট টার দিকে তাকিয়ে থাকুন। একটু পর দেখবেন সবুজ কালার টা হারিয়ে যাচ্ছে।
বলুন তো এখানে কয়টা রশি ? একটা নাকি দুইটা ? অনেক্ষন লাগলো, তাই না ?
দেখে মনে হচ্ছে নড়ছে, কিন্তু আসলে নড়ছে না।
দেখতে ব্যাকা ত্যাড়া লাগলেও আসলে সব গুলোই সমান্তরাল
ছবিতেই বলা আছে
আমার নিজের তোলা কিছু ছবি দেখুন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।