আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ: শুরু থেকে শেষপর্যন্ত কর্পোরেট সংস্কৃতির অব্যার্থ হাতিয়ার

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে ১৫৮৪ খ্রিস্টাব্দে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজী ইলাহী সন প্রবর্তন করেছিলেন, খাজনা আদায় বাড়িয়ে সম্রাট আকবরের কোষাগার পূর্ণ করার জন্য। এই সন অনুযায়ী ফসল তোলে খাজনা দিতে হতো বলেই কৃষকরা একে বলত ফসলী সন। যদিও সেটি গণনা শুরু করা হয়েছিল আরো কিছুটা সময় পিছিয়ে গিয়ে। সম্রাট আকবরের মসনদে আরোহণের সময় কাল ১৫৫৬ খ্রিস্টাব্দই ইলাহী সনের প্রথম বছর। আর সে বছরের সাথে হিজরী সনের বছর সংখ্যা যুক্ত করে ইলাহী সনের প্রথম বছরটিকেই হিসাব করা হয় ৯৬৩ ইলাহী সন ধরে।

সেই ইলাহী সন বা ফসলী সনই আজকের বঙ্গাব্দ। এ পঞ্জিকা শুরুতে আকবরের কোষাগার পূর্ণ করতে ব্যবহৃত হয়েছে, তারপর ক্রমান্বয়ে অন্যান্য সম্রাট, জমিদার এবং দোকানদারদের কোষাগার পূর্ণ করেছে। আর আজকের কর্পোরেট সংস্কৃতির যুগে, বিলাসী পণ্য আর অপসংস্কৃতির বাজার সম্প্রসারণের অব্যার্থ হাতিয়ার হয়েছে পহেলা বৈশাখ। তারপরেও, ব্যবসায়িক চিন্তার ছোঁয়া বাঁচিয়ে কিছু মানুষ সব সময়ই পহেলা বৈশাখকে অনুভব করে এসেছে নিখাঁদ আনন্দের উপলক্ষ হিসেবে। একেবারেই যারা সাধারণ, একেবারেই যারা নগণ্য তারাও এদিনে কিছুটা আনন্দে থাকে, অবুঝরাও খুশি মনে ঘুরে বেড়ায় প্রজাপতির মত।

খুশির আভা ছড়িয়ে থাকে দীনহীনের মুখেও, এটাই-বা কম কিশে?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।