আমি প্রযুক্তিকে ভালবাসি....তাই প্রযুক্তির সাথে আছি ...থাকব ....ভবিষ্যৎ এ দেশের মানুষের জন্য কিছু একটা করতে চাই .......... ব্লগ লেখার শুরুতে সবাইকে জানায় আমার সালাম ও শুবেচ্ছা ...আজকে আপনাদের সে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটি বাস্তব ঘটনা বলব হয়ত এটা অনেকেরই জানা থাকতে পারে যারা ঘটনাটি জানা নাই তাদের জন্য আমার এই পোস্ট তাহলে শুনুন কাহিনী.....আব্রাহাম লিঙ্কন ১৮৬৫ সালে এপ্রিল মাসে তিনি এক বিচিত্র স্বপ্ন দেখেন এবং সে স্বপ্নের কথা বলেছিলেনে এক ব্যক্তির কাছে এবং সেটা তিটি লিখে রেখেছিলেন, লিঙ্কন স্বপ্নে দেখেছিলেন চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে ,সে কান্নার কারণ খুঁজতে তিনি য়খন বিছানা থেকে উঠে দেখলেন কোথাও কেই নেই শুধু কান্নার শব্দ , অবশেষে হোয়াইট হাওজের পূর্ব বল্কের ঘরে দেখলেন এক মৃতদেহ শায়িত ,শোকপালনকারী ব্যক্তিদের মুখে কাপড় ডাকা । সৈন্যরা দাড়িয়ে আছে বিষন্ন চেহারায় । তিনি একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে ? সে উত্তর দিল -আমাদের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি হত্যাকারীদের হাতে নিহত হয়েছে , তিনি এই স্বপ্ন দেখার ঠিক পাচঁদিন পরে তিনি সত্যিসত্যি নিহত হন তার মৃতদেহ সাময়কিভাবে হোয়াইট হাউজের পূর্বের ব্লকে রাখা হয়,,,,,অতীত বর্তমান ভবিষ্যৎ সবই কি তাহলে আপেক্ষিক ? যে আপাতদৃষ্টিতে হারিয়ে যায় চিরকালের মতো, সেটাও মাঝে মাঝে আলোর মত ধরা দেয় । আবার ভবিষ্যতের ঘটনাও ধরা পড়ে বর্তমান কোন ব্যক্তির মনোজগতে..............ভাল থাকবেন সবাই....ধন্যবাদ.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।