আমাদের কথা খুঁজে নিন

   

অনুবাদ : আব্রাহাম লিংকনের চিঠি

"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই। মার্কিন মুলুকের এককালের প্রভাবশালী রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন। তিনি তার ছেলের শিক্ষককে একটা চিঠি লিখেছিলেন যখন তার ছেলে স্কুলে ভর্তি হয়।

অত্যন্ত মর্মস্পর্শী এবং গভীর ভাবসম্পন্ন এই চিঠির কোন ঐতিহাসিক সত্যটা নেই। ইন্টারনেট-এ কবিতার মত করে লেখা যেই চিঠিটা পাওয়া যায় সেটার ভাষাগত বুননও সেই সময়ের সাথে যতটা মিলে, তার চাইতে বেশি মিলে সমসাময়িক টেক্সচারের সাথে। তবে চিঠিটার কথা অনেক মটিভেশনাল হওয়াতে বাংলাতে অনুবাদের চেষ্টা করলাম। আব্রাহাম লিংকনের চিঠি তার ছেলের শিক্ষককে আমি জেনে গেছি, তাকে শিখতেই হবে মানুষ শুধু মানবই নয়, মানব মানে সত্যগ্রাহী নয়। তবে তার শিক্ষায় যেন থাকে, সব দুষ্কৃতকারীরও আদর্শ আছে যেমন আছে নীতিহীন রাজনীতিবিদদের, তারপরও আছেন ত্যাগী মহান নেতা... তাকে জানিয়ে দিন, প্রতিটা শত্রু বিপরীতে থাকে বন্ধু দূরে রাখুন নৈতিকতার অবক্ষয় থেকে, সম্ভব হলে জানাবেন তাকে নীরবে হাসার রহস্য।

তার পাঠের প্রথমেই যেন থাকে, বাহাসকারিকে পর্যবেক্ষনের কথা। সে যেন জানতে পারে বইয়ের অপার সৌন্দর্য্যকে। কিন্তু তাকে তার মত কিছুটা থাকতে দিন সে যেন ভাবতে পারে আকাশের পাখিদের ভেসে থাকার নিয়ে, রোদেলা দিনে মউমাছিদের উরাউড়ি আর সবুজ শৈলপার্শ্বে ফোঁটা ফুল নিয়ে। শিক্ষাঙ্গন থেকে আত্নস্থ করতে হবে প্রতারণার না করে হার মানা সম্মানের.... সে যেন নিজের ধারনাকে বিশ্বাস করতে পএরে, এমনকি তখনো যখন সাবাই তার ভাবনাকে ভুল বলে। সে যেন শিখে নম্র মানুষের সাথে মৃদু হতে আর কঠিনের সামনে শক্ত হতে।

যেন সে গড্ডালিকা প্রবাহে না ভাসে সেই সময়ও যখন সবাই চড়ে বসে উঠে নিষিদ্ধ বাহনে। তাকে শিখে অন্যদের কথা শুনতে...... কিন্তু তাকে এও শিখিয়ে দিবেন সত্যের ছাকনী দিয়ে বাছাই করতে সত্যকে সত্যন্যয় শব্দাবলী থেকে এবং এরপর নির্যাসিত ভালোকে নিজের মাঝে নিতে আপনি সম্ভব হলে তাকে জানাবেন কিভাবে হাসতে হয় কষ্টের মাঝে.... তাকে শিখানে অশ্রুর মাঝে লজ্জা নেই সে যেন সহ্য করতে পারে স্বার্থবাদী সমালোচকদের আর সাবধান থাকে শব্দের মায়াবী বিন্যাস থেকে সে যেন জানে নিজের শক্তি আর মেধা কে বিক্রি করতে সর্বোচ্চ দরদাতার কাছে কিন্তু ভুলেও সে যেন দাম না দাকে নিজের হৃদয় আর আত্নার সে যেন জানে গুঞ্জন হতে কান ফেরাতে, এবং দাড়িয়ে প্রতিবাদ করতে তখনই যখন সে মনে করে সে সঠিক। তার সাথে নম্র ব্যাবহার করুন কিন্তু তাকে আলিঙ্গনে বাধবেন না, কারন একমাত্র আগুনের স্বাদ থেকেই তৈরি হয় দৃঢ় ইস্পাৎ তাকে উৎসাহিত করুন অধীর হতে, যেন সে ধৈর্যশীল হয় সাহসীদের কাতারে যাবার জন্য তাকে শিখান নিজের উপর সবসময় সর্বোচ্চ বিশ্বাস আনতে, কারন এভাবেই সে পাবে মানবাতায় আস্থা এটি বেশ বড় নির্দেশনা, দেখা যাক কতখানি বাস্তবে আসে। সে খুব ছোট একজন আনুসারি আপনার, সে আমার সন্তান। চিঠির ইংরাজি ভার্শন দেখুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.