এ দেশটাকে বড়ই ভালবাসি। ঘৃনা তাদের প্রতি যারা জনগনরে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, প্রতারনা করে রাষ্ট্রীয় নীতির সাথে। ছেলের স্কুলশিক্ষকের কাছে লেখা লিঙ্কনের চিঠি .........
আমি জানি, পৃথিবিতে সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্য নয়; কিন্তু তাকে শেখাবেন যে, প্রতিটি কাপুরুষের জন্য একজন বীর আছেন; প্রতিটি স্বার্থবাজ রাজনীতিবিদের জন্য একজন ত্যাগী নেতা আছেন ...
তাকে শেখাবেন, প্রতিটি শত্রুর বিপরীতে একজন বন্ধু আছে ।
আমি জানি, এটা সময়সাপেক্ষ ব্যাপার, তারপরও যদি পারেন তাকে শেখাবেন যে, কুড়িয়ে পাওয়া পাঁচ ডলারের থেকে উপার্জিত এক ডলারের মুল্য অনেক বেশি ।
তাকে শেখাবেন, কিভাবে হারতে হয়, আর কিভাবে বিজয় উপভোগ করতে হয় ।
তাকে প্রতিহিংসা থেকে দূরে রাখুন আর শেখাবেন 'নিরব হাসির রহস্য' ।
তাকে তাড়াতাড়ি শিখতে দিন যে, পেশিশক্তি খুব সহজেই চুপসে যায় ।
যদি পারেন তাকে শেখাবেন, পুস্তকের বিষ্ময়সমূহ, কিন্তুতাকে ভেদ করতে দিন চিররহস্যের আকাশের উড়ন্ত পাখি, সূর্যের মৌমাছি এবং সবুজ পাহাড়ের ফুলগুলির ।
বিদ্যালয়ে তাকে শেখাবেন, প্রতাড়নার চেয়ে অনেক অনেক সম্মানজনক হচ্ছে ... হেরে যাওয়া ।
তাকে শেখাবেন নিজের চিন্তার উপর আস্থা আনতে, এমনকি বাকি সবাই যদি বলে যে, সে ভুল ।
তাকে শেখাবেন ভদ্র’দের সাথে ভদ্র হতে; আর উগ্রদের সাথে উগ্র ।
তাকে সমর্থ্য করুন যেন সে ঊল্লোসিত জনস্রোতকে অনুসরন না করে ।
তাকে শেখাবেন যেন সে সবার কথাই শোনে, কিন্তু সত্যের ছাকনিতে ছেকে নিয়ে সঠিক সত্যটুকু বের করে আনতে পারে ।
তাকে শেখাবেন দুঃখে কিভাবে হাসতে;
তাকে এটাও শেখাবেন যে চোখের জলে লজ্জা নেই ।
তাকে শেখাবেন ছিদ্রাম্বেষীদের ঘৃনা করতে,
এবং অতিমাত্রায় মিষ্টি থেকে সাবধানে থাকতে ।
তাকে শেখাবেন যেন সে তার শক্তি এবং মেধা উচ্চতম নিলামে বিক্রি করে, কিন্তু কখনই যেন হৃদয় আর আত্মার উপর মুল্য'নির্দেশিকা না বসায় ।
তাকে শেখাবেন হুজুগোত্তেজিতমিছিল থেকে কান বন্ধ করে রাখতে;
এবং ... দাড়াতে ও লড়তে যদি সে মনে করে সেই সঠিক ।
তাকে আদর করে শেখাবেন, তবে অতিআদরে নয়, কারণ খাটি লোহা আগুনে পুড়েই হতে হয় ।
তাকে সাহস দিন যেন সে অধৈর্য্য হতে পারে; তাকে ধৈর্য্য দিন যেন সে সাহসী হতে পারে ।
তাকে শেখাবেন যেন সবসময় নিজের উপর প্রগাঢ় আস্থা থাকে, তাহলেই সে নিজে মানবজাতির উপর প্রগাঢ় আস্থা রাখতে পারবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।