আমাদের কথা খুঁজে নিন

   

কালো পিঁপড়ার কবিতা

আমি পরকীয়া প্রেমিক পেশায় আমি ছোট চাকুরে – আমার প্রেমিকা গৃহিনী । কাজের শত ব্যাস্ততা, টেবিলে ফাইলের স্তূপ, চেয়ারে গাঁ এলিয়ে বসে তাকেই ভাবছি খুব । আমার দেয়া তাঁতের শাড়ি, গায়ে জড়িয়ে সে, হেঁসেলে তার উত্তপ্ত কড়াই, তাতে গরম তেলে নুন পেঁয়াজের ছিট । শাড়ির আঁচল কোমড়ে গুজে – খুন্তি হাতে দাঁড়িয়ে সে ভাবছে আমাকেই । এমনই কিছু এস.এম.এস. শেষে বাসায় নিমন্ত্রন মিষ্টি হেসে ।

হাতের কাজ ফেলে, ছুটে চলি এক নিষিদ্ধ বিনোদনের টানে । পরের বিছানা, পরের চাদর মাঝের এই শরীর; তাও আমার নয় । আমার আছে শুধু মন – যা এখানে প্রয়োজনহীন । এ এক এমন ভালোবাসা, যা স্বপ্ন নিয়ে বাঁচে না, স্পর্শে জাগে শরীরের প্রতিটি লোম, তা মৃইয়ে গেলেই, শেষ সব ভালোবাসা । অচেনা এক স্নান কক্ষে দাঁড়িয়ে ভাবি – আমি ব্যবহৃত হচ্ছি, নিষ্পাপ চেহারার তার পাপিষ্ঠ বাসনার চরিতার্থে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.