আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার'স বিকেম জোকার'স

যযতই জানিবে ততই অবাক হইবে.. আজকের প্রজন্ম খালি ফেসবুকে লাইক মারে , আর ব্লগে লেখে। আরে না , থুক্কু ভুল হইসে এরা রাস্তায় ও নামতে পারে, আন্দোলনও করতে পারে, এমন কি গৃহযুদ্ধও লাগাতে পারে। (শেষ অংশটা উনি বলতে ভুলে গেসিলেন, আমি জোড়া দিলাম)। ---জা.ই . স্যার সবকিছুতে রাজাকার খোঁজা আর সবকিছুকে শিবিরের তান্ডব বলাটা একটা রাজনৈতিক ক্রেজ হয়ে যাচ্ছিলো। এই ঝোঁক বুদ্ধিজীবি মহল থেকে আমাদের তরুন প্রজন্ম কে ভয়াবহ ভাবে সংক্রমন করেছে।

বিশেষ ভাবে সাইবার জগতে এটি একটি মুখরোচক বিষয় হয়ে যাচ্ছিলো । আমরা এক প্রকার ভুলতে-ই বসেছিলাম যে আমরা স্বধীন হয়ে গেছি । আমি আমদের সমসাময়িক (৯০' এর ) কিছু মনোভাব তুলে ধরতে চাই আজকের প্রজন্ম'র কাছে। (প্রজন্ম চত্বর এর ব্লগারদের কাছে আরো বিশেষ ভাবে) আমি (আধুনিক) ঢাকায় থাকি এবং পড়ালেখা করি , তাই আমি যা বুঝি মফস্বল তা বুঝে না । আঞ্চলিকতায় কথা বলা মানেই মূর্খতা এবং তাদের ভুল উচ্চারনে ইংরেজি বলার চেষ্টা ধৃষ্টতা বলেই মনে হতো ।

মেট্রিক/এস.এস.সি অথবা এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের সময় আগ্রহ নিয়ে সবাই স্কুল ও কলেজে গুলোর রজাল্টগুলো শোনার অপেক্ষা করতো। দাখিল, ফাজিল শব্দ গুলো এমনিতেই বাংলায় হাস্যকর শোনা যেত বলেই কিনা জানি না, মাদ্রাসাগামি ছাত্রদের আমরা একটু কেমন কেমন নজরে দেখতাম । আমাদের মধ্যে দূর্বল ছাত্র-ছাত্রিদের মাদ্রসায় স্হান হবে এটা একটা ভয়ানক ব্যাপার ছিলো। কারন সেখানে ছাত্র/ছাত্রি দের সাথে গরু ছাগলের মত আচরন করা হয় বলে সাবাই জানতাম। যার নাই পয়সা তার আল্লাহ-ই ভরসা এমন একটা ভাব নিয়েই যেনো মাদ্রাসা বাংলাদেশে প্রতিস্ঠিত।

স্কুল কলেজে দান অনুদান আর মাদ্রাসায় দান হয়ে যায় খয়রাত এটা যেমন সত্যি তেমনি ভাবে মাদ্রাসা মানে-ই জন্গি তৈরির কারখানা সেটা-ও এক ভ্রান্তি। উপরের কথা গুলো যে শুধু আমার মনের কথা তা নয়। আমি অনেক মাদ্রাসাগামি দের কেও দেখেছি তারা নিজেদের মাদ্রাসা শিক্ষার্থি হিসেবে পরিচয় দিতে দ্বিধা বোধ করছেন । এর জন্য আমাদের তথাকথিত সুশীল সমাজ এবং আমাদের অভিভাবক-রাই কি দায়ী নন ? এরা যেন সমাজের এক বিচ্ছিন্ন অংশ, ফোতয়াবাজ,জঙ্গিবাজ, উগ্রবাদি কিংবা মৌলবাদি আর নতুন ভাবে শিবির জামাতি/পাকিস্তানি। তাহলে আমরা কি ? আর আমরা হচ্ছি Well cultured, well mannered , high qualified , high social, sometimes BANG GALLY sometimes Indy- Anglo-american yo yo & u name it .However some call them Blogger's & Activist now a days . বিশ্লেষনের দিক থেকে যদি আপনি/আমি "শাহবাগ এবং হেফাজতে ইসলাম " আন্দোলন টিকে নিরপেক্ষ চোখে দেখি তা হলে ঐ মফস্বল , মাদ্রাসাগামি , মৌলবাদি ,উগ্রপন্থি , ফতোয়াবাজ, ছাগুলের তিন নাম্বার বাচ্চাদের কাছ থেকে আমাদের সুশীল গন জাগরনি বল্গার নেতাদের অনেক কিছু শেখার আছে।

"প্রথম শিক্ষা হচ্ছে প্রয়োজনে ময়দান ছাড়ুন , নীতি বা ধর্মকে নয় " "দ্বীতিয়ত অহিংস আন্দলনে সহিংস বক্তব্য দেবেন না " "তৃত্বী্য়ত ও সর্বশেষ বেড়ালের গলায় বাঘের ডাক দিবেন না" ( এটা একটা ফা্উ উপদেশ ) প্রযুক্তির মত আরও অনেক শক্তিশালি মাধ্যম হয়তো আমাদের হাতে আসবে । মাদক যেমন মৃত্যু ফাঁদ তৈরি করে তেমনি ভাবে সাইবার ক্রাইম আমাদের নিয়ে যেতে পারে আসামির কাঠ গোড়া থেকে ফাঁসির মঞ্চে অথবা অপঘাত মৃত্যুর দিকে । আমি জানি এবং লিখি বলেই আমি সচেতন আর সবাই ঘুমিয়ে আছে এমন ভাবাটা অনুচিত। আপনি যদি দ্বিধা সৃষ্টিকারি লিখনি লিখেন অবশ্যই দায়িত্ব সহকারে তা প্রকাশ করুন । কারন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখে দেয়েছেন " ...এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর..." এমনটি না হলে ব্লগার'স বিকেম জোকার'স -ই হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.