আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ সালের ‘সবচেয়ে সুন্দর’ মানুষ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার!!!!!

তাশফী মাহমুদ ২০১২ সালের ‘সবচেয়ে সুন্দর’ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার। সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘হু’ ম্যাগাজিন আয়োজিত এক জরিপে এই ফলাফল উঠে এসেছে। বছরের সবচেয়ে সুন্দরের পুরস্কার জিতে ‘হু’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মিরান্ডা বলেছেন, ‘আমি প্রতিদিন ১৮ ঘণ্টা ব্যয় করতাম কাজের পেছনে। কিন্তু গত বছর মা হওয়ার পর থেকে কাজের গতি অনেকটাই কমিয়ে দিয়েছি। ছেলে ফ্লিনের সঙ্গে বেশি বেশি সময় কাটানোর জন্যই এমনটা করেছি।

এখন স্ত্রী ও মা পরিচয়ই আমার কাছে সবচেয়ে বড়, তারপর কাজ। মাতৃত্ব আমার জীবনকে পরিপূর্ণ করেছে। ’ ব্রিটিশ অভিনেতা অরলান্ডো ব্লুমের স্ত্রী ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’ খ্যাত ২৮ বছর বয়সী মিরান্ডা এই নিয়ে দ্বিতীয়বারের মতো বছরের সবচেয়ে সুন্দরের তকমা জিতলেন। ফিমেলফার্স্ট এর দেয়া তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেতা অরল্যান্ডো ব্লুমের এই অর্ধাঙ্গীনি তালিকার শীর্ষে উঠে এসেছেন ম্যাগাজিনটির কাভারের জন্য তোলা তার একটি ছবির বদৌলতে। ছবিটিতে তাকে দেখা গেছে তাদের ১৫ মাস বয়সী সন্তান ফ্লিনকে নিয়ে পোজ দিতে।

অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা কার বিবসনা হয়েছিলেন। মার্কিন ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারের পরবর্তী সংখ্যার জন্য ২৮ বছর বয়সী এ মডেল ক্যামেরার সামনে হাজির হয়েছেন সম্পূর্ণ বিবসনা অবস্থায়। ছবি তোলার সময় তার মাথায় লেপার্ড প্রিন্টের স্কার্ফ এবং পায়ে একজোড়া লাল হিলজুতা ছাড়া পরনে আর কিছুই ছিল না। ভিক্টোরিয়াস সিক্রেট খ্যাত এ মডেল , এর আগে ভিক্টোরিয়া’স সিক্রেটের ‘ফ্যান্টাসি ট্রেজার’ অন্তর্বাস পরে রয়্যাম্পে হাঁটেন । হীরকসহ নানা ধরনের ৩৪০০ রত্নখচিত এই অন্তর্বাসের মূল্য ধরা হয়েছে ২.৫ মিলিয়ন ডলার।

। সেই দামি অন্তর্বাস মূল্যবান এই অন্তর্বাস পরে ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শোতে অংশ নেন ২৮ বছর বয়সী এই মডেল। View this link এই অন্তর্বাসে রয়েছে ১৪২ ক্যারেট ওজনের সাদা এবং হলুদ ডায়মন্ড। মুক্তা, অ্যাকুয়ামেরিন, স্বর্ণসহ মোট ৩৪০০ মূল্যবান রত্ন ও রয়েছে এতে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.