মনটা ভীষণ খারাপ। ঢাকার মেয়র পদপ্রার্থী একজনের facebook পেজ এ (Chowdhury Irad Ahmed Siddiky, Candidate for the Mayor of Dhaka) ব্লগার রাগিব ভাই সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে। তাকে ঢাকা মহানগরীর অবাঞ্ছিত বাক্তিদের কালো তালিকা ভুক্ত করা হয়েছে। তার সম্পর্কে বলা হয়েছে ঃ
"জামাতে ইসলামী ও ইসলামীক মৌলবাদীদের মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক তথ্য-সন্ত্রাস পরিচালনা করবার জন্য চট্টগ্রামের ইসালামিক ছাত্র শিবিরের ছাত্র নেতা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের সহকারী অধ্যাপক, রাগিব হাসান, যিনি জামাতে ইসলামির আর্ন্তজাতিক ও তথ্য বিষয়ক উপদেষ্টার কাজ করেন এবং পাকিস্তানের ISI গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মে সহযোগিতা করেন। ।
"
আমার শুধু একটাই প্রশ্ন আর কত দিন পর আমরা গুণী লোকের মান দেওয়া শিখব ? নাকি চিরজীবনেই বাঙ্গালী লেবার এর জাতি এই পরিচয়ে পরিচিত হবো। ব্লগার রাগিব ভাই নিজের দেশের জন্য এতো কিছু করছেন। উইকিপিডিয়া সমৃদ্ধ করছেন। আমাদের মত তরুণদের শেখাচ্ছেন কিভাবে উচ্চতর জ্ঞান আহরন করবো। তার ব্লগ যেন উচ্চ শিক্ষা পিপাশুদের স্বর্গ।
তাকে নিয়ে এরকম বাজে মন্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি ওই পেজে সাথে সাথেই আমার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছি। আপনারাও প্লিজ এর বিরোধিতা করুন।
ওই পেজ এর লিঙ্কঃ প্লিজ দেখুন
ওই মেয়র এর পেজ এর লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।