(উৎসর্গ > স্বাধীনতাপদক প্রাপ্ত কবি নঈম গহর, প্রিয়জনেষু ) বাংলাদেশে জন্ম আমার তাইতো ভাগ্যবান বাংলা আমার মায়ের আচল বাংলা আমার প্রান আমি বাংলারই সন্তান ।। রক্তে আমার রবীঠাকুর সুকান্ত নজরুল লালন হাসন রাধারমন আমার উৎস মূল আমার মনে পদ্মা তিতাস নদীর কলতান আমি বাংলার ই সন্তান । শেখ মুজিবুর, সূর্যসেন এবং ক্ষুদিরাম মনের পটে লেখা আমার তেমনি হাজার নাম আমার মিটবে না সাধ জনম ভরা গাইলে তাদের গান ।। আমার চেতনাতে একাত্তরের রক্ত ঝরা দিন ফেব্রুয়ারীর একুশ তারিখ চির অমলিন বাংলাদেশের মাটির সাথে বাধা আমার প্রান আমি বাংলারই সন্তান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।