আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসেরের ছড়া



ডাকাত বিশ্ব গ্রামেতে ডাকাত পড়েছে শুরু হয়ে গেছে লুট কোনখানে নেই শানি- হাওয়া শুধু রক্ষি ও বুট পাখিদেও কাছে নীলাকাশ আজ হয়ে গেছে অচেনা আকাশে এখন বোমারু বিমান এবং ছত্রিসেনা তাহারা ছড়ায় চারদিকে আজ কার্তুজ বোমা গ্যাস এই পৃথিবীর সব খানে তাই বিষাক্ত পরিবেশ এই পরিবেশ ডাকাতের দল খুব বেশী ভালোবাসে শানি-কামীর দিন কাটে তাই বেদনার নিশ্বাসে । আমার ঠিকানা পৃথিবীর যতো শোষিত মানুষ আমি তাহাদের পক্ষে আমার কলম সদা জাগ্রত দিন বদলের লক্ষ্যে । যারা ঢালে প্রান প্রতিদিনমান প্রগতির সন্ধানে আমি লিখে যাই তাহাদের কথা আমার কবিতা গানে । আমার স্বপ্ন মানুষের সাথে মানুষের হউক মিল বিশ্বে আসুক সুখ ও শানি- হাসি খুশী অনাবিল । স্বপ্নীল বুকে আমি যে ঘুরাই ইউরোপ আমেরিকা আধাঁরের মাঝে জ্বেলে দিতে চাই আলোর অগ্নি শিখা । আমার ঠিকানা সীমানা বিহীন পৃথিবীর মানচিত্র খেটে খাওয়া যতো শ্রমজীবি হাত আমি তাহাদের মিত্র । শ্যারন বিশ্বতে আছে এক নাম করা খুনিয়া এক নামে তারে চিনে আজ সারা দুনিয়া মানুষ আর মানবতা করেনা সে গন্য সভ্য এ পৃথিবীতে সে যে এক বন্য মানুষকে যে ভাবে সে করে আজ হত্যা তার কাছে কারো নেই কোন নিরাপত্তা নেই তার ভয় ডর আছে তার নির্ভর দুর থেকে আসকারা দেয় তারে সাদা ঘর সাদা ঘর করে তারে অস্ত্র প্রেরণ তাই করে লাফালাফি খুনিয়া শ্যারন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।