আহা-রে আহা-রে আহা-রে বাহা-রে বাহা-রে বাহা-রে বহু দিন পর বাঙালী করেছে খাঁচায় বন্দী তাহারে । ভুলা কি যায়রে তারে ? একাত্তরের কর্মকান্ড মনে আছে হাড়ে হাড়ে ভুলিতে পারিনা-রে-- ভুলা তো যায়না-রে কি ব্যথা বেদনা সহ্য করেছি এদের অত্যাচারে। চোখে ভাসে বারে বারে মানুষের চিতকারে কেঁপেছে যখন আকাশ বাতাস সাগর আর পাহাড়ে তখন নিত্য করেছে নৃত্য কুখ্যাত রাজাকারে । আর বহু কাল সে -যে থেকেছে ভন্ড সেজে মানুষের চোখে ধুলো ছিটিয়েছে ধর্মীয় ব্যবহারে আহা-রে আহা-রে আহা-রে বাহা-রে বাহা-রে বাহা-রে রাজাকার কুল শিরমনি আজ বন্দী যে কারাগারে । কেউ যদি তারে ছাড়ে সারাটা জনম অভিশাপ দেবে লাখো শহীদের হাড়ে না-রে না-রে না-রে না-রে আর ভুল করো না-রে তার লাগি বহু মানুষ হারালো ভাই বোন বাপ মা-রে ছেড়ে দিলে ফের তারে নব্য রাজাকারে দেশের আকাশ বাতাস কাঁপাবে দানবীয় হুংকারে লাখো রাজাকার আল বদরের জন্মদাতাটারে ঝুলানো উচিত ঢাকার শহরে ইলেক্টিকের তারে পরিনত হোক তার দেহ আজ চিল শকুনের আহারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।