স্বাধীনতা
স্বাধীনতা সে তো স্বজনের হাড়ে
রক্তে বানানো ঘর
একটি কন্ঠে বেজে উঠেছিলো
জাতির ক্ঠস্বর
স্বাধীনতা সে তো মিছিলে ভাই এর
মুষ্টি বদ্ধ হাত
পোড়া মাটি জুড়ে ফুটে উঠে ছিলো
সুগন্ধি পারিজাত ।
বীরাঙ্গনা
ছল ছলা ছল -ছলাৎ ছলাৎ
পদ্মা নদীর জল
আমার বুবুর চোখের পানি
করছে টলমল
কেউ কি জানো আমার বুবুর
চোক্ষে কেন পানি
কোন সে ব্যাথায় উথলে উঠে
শান্ত হৃদয় খানি
পাখ পাখালি এবং জানে
নদীর কথকতা
আমার বুবুর সুখ কেড়েছে
দেশের স্বাধীনতা
কিন্তু দেশের হাজার হাজার
লক্ষ মানুষজনা
কেউ জানে না কেমনে বুবু
হইলো বীরাঙ্গনা
ছল ছলা ছল -ছলাৎ ছলাৎ
সাগর -নদীর ঢেউ
বুবু কাঁদে একলা ঘরে
নেয়না খবর কেউ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।