আইজকা হাটতে হাটতে হঠাৎ সিনেপ্লেক্সের সামনে চইলা আসলাম, ভাবলাম হাতে ৪ ঘন্টা সময় আছে, নতুন একটা ছবি মাইরা দিই। তো টিকিটের লাইনে খারায়া খারায়া দেকতাসি কোন ছবিডা দেখন যায়। এক পর্যায়ে পেছন দিক থেইকা শুনি গড় গড় কইরা এক বেডি ইংরেজী কইতাসে, গলার স্বর যা, মাশাল্লা আমাগো এমপি পাপিয়া ও ভয় পাইবো, তার লগে খটর খটর মার্কা ইংরাজী, মনে হয় মিলিসিটি বাজারের কালার রাইস মিলের ধান ভান্গার মেশিনের চেয়ে কম না। তো উনি ইংরাজীতে বাৎচিত করতাসিল তার স্বামী বা রক্ষীয়াল এই টাইপের কারো সাথে। একে তো ঘট ঘট, তার উপর আহা-উহু মার্কা কথা, টিনি ঐ বেডারে কইতাসে, টিকিটের কথা, সোল্চ আউচ, সোল্চ আউচ।
বেডা দেখি কথা কইতাসে একেবারে নরমাল। বেডা যা কইল হেইডা আমি ঠিকই বুঝলাম, কিন্তু বেডী কি কইল হেইডা আমিও তেমন কিছু বুঝি নাই, বেডাও দেখি এক কথা দুইবার কইরা জিগায়। আমি ভাবলাম আমিও বেকুব, শালার বেডাও বেকুব। এই ভাইবা পেছনে ফিরা তাকাইতেই আমি জন্মের মত বেকুব হইয়া গেলাম, চাইয়া দেখি বেডা সাদা চামড়া, আর বেডী বাদামী চামড়া, মানে লোকাল বেডী। দীর্ঘ একটা নিশ্বাস ছাইড়া আমিও কালার রাইস মিলের মেশিনের মত গলার স্বর কইরা কইলাম "খালি কলসি লড়ে বেশী"।
দেখি বেডা বেডি দুইটাই আমার দিকে চাইয়া আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।