আমাদের কথা খুঁজে নিন

   

মনটা ভাল না........

মেমন

আজ শবে-বারাত.......ছোট বেলা থেকে শবে-বারাত বোন নিয়ে কাঁটাচ্ছি....কিন্তু আজকে আপুরা বাসায় নেই.........কয়েক দিন পর আসবে....তাই মনটা খুব খারাপ......রাত টা কাঁটাতে খুব কষ্ট হবে.......একা একা রাত কাঁটাতে হবে...... আগে আমরা তিন বোন এক সাথে খুব মজা করে এই দিনে রাত কাঁটাতাম। কিন্তু আজ........(আম্মাআআ) সেই অনেক দিন আগে থেকে চিন্তা করেছিলাম....শবে-বরাতে আপুরা মিলে কি করবো............কিন্তু আজ.........আমি এঁকা...... তাই মনটা খুব খারাপ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।