আমাদের কথা খুঁজে নিন

   

মনটা কয় আজই দেশে চলে যাই!!!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
কবে যে আবার দেশে চলে যাব। বাচ্চারা খেলা করবে। রেলগাড়ী যাবে। আমি কাছে বসে থাকব। আর দেখব দেশের সোনালী রং।

বাংলায় কথা বলব মনখুলে। এসব ইংরেজী বলা আর ভাল লাগছেনা। আর মন টান দিল সকালে বউয়ের একটা এস এম এস পেয়ে: লেখাটা এমন, জান, আমি তোমাকে ছাড়া বাচবনা। আমার টাকা পয়সা দরকার নেই। তোমি আমাদের কাছে চলে আস।

আমরা আবার আগের জীবনে চলে যাই। দেখ দেশে ভাল একটি চাকরী পাওকিনা। এমন করে বিদেশ থাকলে এক বছর, দু বছর করে করে আর বিদেশ থেকে আসা হবেনা। কি করি বলেন, বিদেশেও ভাল একটা এমাউন্ট পাই। আমার মনে হয় টাকার চেয়ে ফ্যামিলির গুরত্ব কম নয়!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।