আমাদের কথা খুঁজে নিন

   

গোধূলির মতো ঝাপসা

আবার যদি পেতাম ফিরে দর্গাতলার ওপারে কিংবা কাদামাখা বাখইলে নিশ্চয় পেতাম সব আমার করে আবার যদি আসতে হেসে রজব কিংবা সাবানে; নুরু-নিমু-শিলার সাথে এবাড়ি ওবাড়ি ঘুরতাম মিলেমিশে আবার যদি তোমারে পাই নিরব ইটভাটায় কিংবা দারোগার বাগানে অপূর্ণ স্বাধ মিটিবারে চাই আবার যদি দেখা হয়ে যায় সীমবানের নিচে কিংবা ধাপপুকুর পাড়ে খেলতাম ততো মন যতো চায় নতুন করে যদি ফিরে এসো আলামপুরের মাঠে কিংবা উজানগ্রাম হাটে সারাক্ষণ আমি তোমার, শুধুই ভালবেসো গোধূলির মতো ঝাপসা তবু বারে বারে মন শুধু চায়, ফিরে ফিরে যাই হোক না সে দূর বহুদূর, ভোলে না কভু - জাহিদ জামান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।