আমাদের কথা খুঁজে নিন

   

পাবলো নেরুদার কবিতাঃ আমার গোধূলির আকাশ!

আমার গোধূলির আকাশে তুমি এক চিলতে মেঘের মতো তোমার সজ্জা আর রঙ ঠিক তেমনই যেমনটায় আমি দেখতে ভালোবাসি তুমি আমার, শুধু আমার, মিষ্টি ঠোঁটের প্রেয়সী আর তোমার জীবনের মাঝেই আমার অন্তহীন স্বপ্নেরা বেঁচে রয়। আমার সত্ত্বায় জ্বলে থাকা প্রদীপ্ত আলো তোমার পায়ে আলপনা এঁকে যায় ঝাঁজালো মদের স্বাদও তোমার ঠোঁটের স্পর্শে মিষ্টতা পায় তুমি আমার সান্ধ্য সঙ্গীতের আরাধক নিভৃতচারী স্বপ্নেরা জানিয়ে যায় তুমি আমার হবে তুমি আমার, শুধু আমার, চিৎকার করে বলে দিতে চাই পড়ন্ত বিকেলের বাতাসকে- যে বাতাসে ডানা মেলে ভেসে বেড়ায় আমার নিঃসঙ্গ কণ্ঠস্বর। আমার চোখের গভীরতম বিন্দু ছুঁয়ে যাওয়া শিকারিনী, তোমার জলমগ্নতা জানিয়ে যায় বার বার তোমার নিশাচর প্রবৃত্তিকে। তুমি আজ বন্দী আমার সুরের ইন্দ্রজালে, প্রিয়তমাসু নীল আকাশের মতই বিস্তৃত এই ইন্দ্রজাল! তোমার কষ্ট ভেজা আঁখি জল ছুঁয়ে আমার সত্ত্বার জন্ম তোমার বাষ্পাচ্ছন্ন আঁখি জলেই নতুন স্বপ্নের ছায়া দেখি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।