আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর গোধূলির ধুসর ভ্যালেন্টাইন-

সযতনে খেয়ালী!

তার সাথে অনেকগুলো দিন ভালো করে দেখা হয়না, সময় কাটানো হয়না, বসা হয়না হাত ধরে, একটু জড়াজড়ি করা হয়না- কতো যে কাছে আসতে চায়, নিজের আবেশে আমাকে জড়িয়ে নিতে চায়, আমার যাওয়া হয় না, ভেসে যাওয়া হয় না তাঁর আঁচলের সৌরভে! কোলে তাঁর মাথা রেখে হয়না বৃষ্টিছাঁটের রস আস্বাদন আমার...! 14ই ফেব্রুয়ারী, সাধু ভ্যালেন্টাইন দিবস। যেমনি করে আসে তেমনি করে চলে যায় ফি-বছর। ফিরে তাকাবার সুযোগ হয়না, একটা গোলাপ কেনা হয়না, পাঁপড়িগুলো তার ঠোঁট-মুখ ছুঁয়ে হাতে তুলে দেওয়া হয়না। হায়রে সাধু, এই একটা দিন পৃথিবীর কতশত মানুষ তোমার নাম জিকির করে, আচ্ছা তুমি কি তখন বিষম খেতে থাকো? সে যাকগে, এবার তোমার নামের দিবসটা ফাও যেতে দিবো না... তার কাছে যাবোই এবার... আই প্রমিজ! পরিকল্পনাটা এগুলো 13 তারিখ বিকেলে। সব কিছু থেকে ছুটি নিয়ে নিলাম, সবকিছু! কোন কাজ থাকবে না, মাথায় অন্য কোন কিছু ঘুরপাক খাবে না, বেসুরো হয়ে বেজে উঠবেনা মুঠোফোন। সব বন্ধ- সব! কেবল সে থাকবে আর আমি থাকবো - আমরা দুজন, দুজনার হয়ে। মনের ভেতর অদ্ভুত এক আনন্দের ফোয়ারা বয়ে চলে প্রস্তুতির সন্ধিক্ষণে। ভোর হয় একসময়, আমি আর অপেক্ষা করতে পারিনা। ছুটে যাই তার কাছে, ঝাঁপিয়ে পড়ি তার ক্রোড়ে, প্রবল আদরে দোদুল্য করে দেই তাকে। আমাদের মিলন হয়, অনেকগুলো দিনের পরে, অনেক অপেক্ষার পরে- অনেক আকাঙ্খার পরে! আমি আর আমার ঘুম... আহ্ কতোদিন ঘুমাইনি এমন করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।