আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্র

চৈত্রের সে রোদ্দুর কোথায় ? যে রোদ্দুরে ফেটে চৌচির হত চলনবীলের মাঠ। চৈত্রের সে রোদ্দুর কোথায় ? যে রোদ্দুরে বটের ছায়ায় বসতো পঞ্চক্রোসের হাট। কোথায় সে চৈত্র যার রোদ্দুরে হেটেছি আমরা মিষ্টিআলুর ক্ষেতে, কোথায় সে চৈত্র যখন বাঙ্গী-তরমুজ নিয়ে সবাই উঠতো মেতে, কোথায় সে চৈত্র যার রোদ্দুরে দেখেছি রঙিন কুসুমফুলের কাঁটা, কোথায় সে চৈত্র যখন বিলামাঠে দুলতো শুধুই হলদে চিনার ডাটা। কেউ কি এখন দেখে সে চৈত্র-খাবার যখন যবের ছাতু। কেউ কি এখন দেখে সে চৈত্র -ভুতো তেঁতুলের বাজনা বাদ্য।

কেউ কি এখন দেখে সে চৈত্র- বিচিকলা চিবোয় বালক বসে। কেউ কি এখন দেখে সে চৈত্র- শুকনো রেড়ীর ফল যে ফোটে। কেউ কি বোঝে একাত্তরের চৈত্রকে-চার দশকের এই চৈত্রমাসে। কেউ কি বোঝে গোলার তাপের চৈত্রকে-বর্তমানের চৈত্রমাসে। কেউ কি বোঝে ঘর পোড়ানোর চৈত্রকে- আজকের এই চৈত্রমাসে।

কেউ কি বোঝে দেশপ্রসবের চৈত্রকে-স্বাধীন দেশের চৈত্রমাসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.