ভালো জবাব পেতে ভদ্র কমেন্ট আবশ্যক কি বলে শুরু করবো বুঝতে পারছি না,,,,নিজেকে এতটা যোগ্য মনে হয়নি যে আমার জন্য আমার বাবা এতটা খুশি হবে, এতটা গর্ববোধ করবে কখনোই ভাবতে পারিনি আমিও এমন কিছু করতে পারব যার জন্য আমার বাবা রাত ৩টা তেও বলবে, "কিসের ঘুম? আমার তো নামাযের আগে ঘুমই হবে না। " এতদিন মনের অজান্তে শুধু তাকে কষ্টই দিয়ে গেছি,,,কিন্তু জীবনের প্রথম মনের অজান্তে তার মুখে এমন হাসি ফুটিয়েছি যা আগে কোনোদিনই দেখিনি,,,নিশ্চয়ই আল্লাহ্ আমাকে খুব ভালো কোন কাজের এত বড় একটা প্রতিদান দিলেন।
আজকে গত বছরের একাডেমিক রেজাল্টের জন্য আমার নাম ভাইস চ্যান্সেলরস অনার লিস্টে এনলিস্টেড হয়েছে, সেই সাথে সার্টিফিকেট আর ১০০০০ টাকাও দিয়েছে। একাডেমিক রিওয়ার্ড সেরিমোনিতে যদিও আমি পরীক্ষার জন্য যেতে পারিনি কিন্তু বাবা গিয়েছিল, খুব নাকি মজা হয়েছে, সবচেয়ে কষ্ট লেগেছে যখন শুনলাম আমার প্রিয় স্যারও ছিলেন তখন খারাপ লেগেছে কিন্তু যতবার বাবার সেই হাসিমুখ দেখছি কোনোকিছুই গায়ে লাগাচ্ছি না। বাবার এই হাসির জন্য আরো হাজার টা রাত না জেগে থাকবো ।
আল্লাহ্ যাতে আমাকে আর একটা স্কোপ দেয় আবার বাবাকে এমন খুশি করার। আর না দিলেও দু:খ নেই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ব্যাপারে আগ্রহ না থাকায় বাবার যে একটা হতাশা ছিল সেটা আর নেই। জীবনে আর কিছু চাইনা এই কথা বলবো না, কিন্তু জীবনে এখন থেকে যাই চাইবো তাতে যাতে বাবার মুখে এমন হাসি ফুটে এটা অবশ্যই চাইবো।
আল্লাহ্ কে অনেক অনেক অনেক বেশি ধন্যবাদ , জন্মদিনের মাসে অনেক সুন্দর আর অমুল্য একটা অনুভূতি উফার দেওয়ার জন্য।
অনেক বেশি ধন্যবাদ আল্লাহ্ কে
যথারীতি এই পোস্ট আমার অভিব্যাক্তি প্রকাশের উদ্দেশ্যেই শুধু লেখা, কাউকে জোর করে পড়াতে না । কেউ পড়ে বিরক্ত হলে দু:খিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।