ছন্দহীন জীবন বড়ই নীরস একটু আগেও আমি সামহোয়্যারের ৬ পৃষ্ঠা ব্রাউজ করেছি। এর মধ্যে ৬টাও পেয়েছি কি না কাজের লেখা, সন্দেহ। এখানে যে যা নিয়ে মনে চায়, পোস্ট করে। যা ইচ্ছে তা নিয়ে যদি ব্লগ লেখা যায়, তাহলে এর নাম ব্লগ কেন?
কর্তৃপক্ষও এব্যাপারে কোনো ব্যবস্থা নেয় না। তারা হয়তো তাদের জনপ্রিয়তা নিয়ে ভাবে—ব্যবস্থা নিলে যদি তাদের ভিজিটর কমে যায়!
কিন্তু তারা এটা কেন চিন্তা করে না, মনের খোরাক জোগাতে না পারলে সেসব লেখা খুব একটা গুরুত্ব দিয়ে কেউ দেখে না।
সামহোয়্যারইনব্লগে যেসব পোস্ট দেখা যায়, সেগুলোর প্রতি দশটার সম্ভবত ৯টাই কোনো গুরুত্ব পায় না। সস্তা জনপ্রিয়তার জন্য বা সিন্ডিকেট ব্লগিং যারা করে তাদের কথা বাদ দিলে একটা ব্লগে পাঠকদের বিচরণ এবং মন্তব্য খেয়াল করলে মোটামুটিভাবে সেটার গুরুত্ব বোঝা যায়। সেই হিসেবে আমি মনে হয় ওপরের কথাটা মিথ্যে বলিনি।
স্ট্যাটাসের জন্য সামহোয়্যারের তো আওয়াজ নামে একটা আলাদা সাইট আছেই। তাহলে এখানে সেসব কেন?
দীর্ঘদিন ধরেই ট্যাবিং ব্যবস্থার জন্য দাবি তোলা হচ্ছে।
তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব কারণে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয় ফালতু পোস্টের ভিড়ে ভালো একটা লেখা খুঁজে পেতে। ট্যাবের ব্যবস্থা করে যদি গুরুত্ব অনুসারে পোস্টগুলো সংকলিত হতো, তাহলে সামহোয়্যারের গুরুত্ব আরো বাড়তো। কিন্তু এখানে সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্টের মধ্যে কোনো তফাত খুঁজে পাওয়া যায় না।
একটা লোক পনেরো দিন কষ্ট করে অনেক ঘেঁটেঘুঁটে একটা লেখা লিখলো আরেকজন একটা কপি-পেস্ট পোস্ট দিলো আজকের কোনো পত্রিকা থেকে।
এই দুটো একই অবস্থানে যখন থাকে, তখন কি মনে হয় সামহোয়্যারের কোনো মডারেটর আছে? এমনকি ঐ কপি-পেস্ট পোস্টটা দুবার পোস্ট করা হয়েছে পরপর। হয়তো পোস্টদাতা ব্লগে প্রকাশ করুন বাটন দুবার চেপেছে। কিন্তু ঐ দুটি পোস্টই থাকবে।
তাহলে কেন আমরা সামহোয়্যারকে 'বাংলা ফেসবুক' বলবো না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।