আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারইনব্লগের অপছন্দের ব্লগারদের ব্লক করুন

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear সামুতে প্রায়ই ক্যাচাল পোস্ট থাকে। অনেকেরই এসব ভাল লাগেনা। এখন অপছন্দের ব্লগারদের ব্লক করতে পারবেন খুব সহজেই। এরপর থেকে সেই ব্লগারদের পোস্ট প্রথম পাতায় থাকলেও আপনি সেটা দেখতে পাবেন না। যা যা করতে হবেঃ প্রথমেই ফায়ারফক্স ইউজারদের জন্য--- ১।

প্রথমেই এই লিংক থেকে এডঅনটি ইন্সটল করুন। ২। এবার ব্রাউজার রিস্টার্ট করে এই লিংকে গিয়ে ইন্সটল বাটনে ক্লিক দিন। ৩। স্ক্রিপটি ইন্সটল হলে ফায়ারফক্সের মেনু থেকে Add-ons এ ক্লিক দিন।

এবার নিচে User Scripts এ ক্লিক দিলে Samu Post Blocker স্ক্রিপটি পাবেন। তাতে রাইট ক্লিক করে Show Containing Folder এ ক্লিক দিন। এরপর ফোল্ডার থেকে samu_post_blocker.user ফাইলটি খুজে বের করুন। এবার এটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। তারপর ৯ নং এ যান।

লাইটি এরকম var blogs=new Array("abc","def","ghi"); এখানে abc, def, ghi এর পরিবর্তে পছন্দ না এমন ব্লগারদের আইডি দিয়ে দিন। যেমন আমার আইডি idea. এখন যদি পাঁচজন কে ব্লক করতে চান তাহলে এভাবে এড করুন var blogs=new Array("abc","def","ghi", "jkl","jk"); এবার ফাইল সেভ করে ফায়ারফক্স রিস্টার্ট দিয়ে সামু চালিয়ে দেখেন কি হয় ক্রোম ইউজাররা greasemonkey ইন্সটল করে ট্রাই মেরে দেখেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.