সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি গাড়ির প্রযুক্তি তৈরিতে মনোযোগ দিয়েছে। এ প্রযুক্তি উদ্ভাবনে মাইক্রোসফট মার্চ মাসে একটি কনসেপ্ট কার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল। প্রতিষ্ঠানটির ভবিষ্যতের ডেভেলপারদের বিভিন্ন অ্যাপ্লিকেশন ও অটোমোটিভ প্রযুক্তি তৈরিতে অনুপ্রেরণা জোগাতেই মাইক্রোসফট এ গাড়ির পরিকল্পনার কথা জানিয়েছিল। এক খবরে ম্যাশেবল জানিয়েছে, ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় সম্প্রতি মাইক্রোসফট ‘২০১২ ফোর্ড মাসট্যাং’ গাড়িতে তাদের প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে।
মাইক্রোসফট সম্প্রতি ফোর্ডের মাসট্যাং গাড়ির সামনের অংশে তাদের কাইনেক্ট সেন্সর প্রযুক্তি বসিয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, গাড়িতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে এখন গাড়ির সামনে বা আশপাশের ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়া মোবাইল ফোন ব্যবহার করে যেকোনো স্থান থেকে গাড়ির সামনে ও পাশের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
গাড়ির ভেতরে দুটি উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেটজুড়ে দিয়েছে মাইক্রোসফট। উল্লেখ্য, মাইক্রোসফটের উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট এখনো বাজারে আসেনি। এ বছরের শেষ নাগাদ এ ট্যাবলেট বাজারে আসতে পারে।
গাড়ির ভেতরে দুটি ট্যাবলেটের একটি চালকের সামনে গাড়ির ড্যাশ বোর্ডে বসানো হয়েছে। এটি ড্যাশ বোর্ডের কাজ করবে। অন্যটি গাড়ির অন্য যাত্রীর জন্য পেছনে যুক্ত করা হয়েছে। এ ট্যাবলেটের সাহায্যে যাত্রীরা ইন্টারনেট ব্রাউজিং, মেসেজ আদানপ্রদানসহ অন্যান্য কাজ করতে পারবেন। এ ছাড়া গাড়ির পেছনের জানালায় কোনো মেসেজ এলে চালক যাতে তা পড়ে নিতে পারেন, এমন প্রযুক্তিও যুক্ত করেছেন মাইক্রোসফটের প্রকৌশলীরা।
গাড়ির পেছনে টানানো রয়েছে একটি প্রোজেকশন স্ক্রিন, যা এক্সবক্সের গেম খেলার সময় ব্যবহার করা যাবে। এ ছাড়া উইন্ডোজ ফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে গাড়ি চালানো, বন্ধ করা বা গাড়ির অবস্থান শনাক্ত করা যাবে। এ গাড়ির হর্ন, অডিও চালানো বা গাড়ির আলো জ্বালানোর বিষয়টির ক্ষেত্রেও উইন্ডোজ ফোন থেকে তা নিয়ন্ত্রণের প্রযুক্তি মাসট্যাংয়ে যুক্ত করেছে মাইক্রোসফট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।