আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
দুর্নীতি সে করছে অনেক
তোমার ভাষাতে,
এখন দেখি লোক পাঠালে
তাহার বাসাতে।
চুরির দায়ে রাখলে জেলে
কীসের আশাতে?
পাঁচ পালোয়ান আবার দেখি
তাহার বাসাতে।
তাদের কাছে যেতেই হবে
এমন কথাতে-
হুশ ছিলোনা আগে তোমার
মস্ত মাথাতে?
কার ফরমান করছো পূরণ
কীসের আশাতে?
বুঝিনা এই গরীব দেশের
আবাল চাষাতে।
যাই করো গো মাথায় রেখো
হিসাব খাতাতে-
হচ্ছে লেখা কর্ম তোমার
স্বচ্ছ পাতাতে।
ধরলে তাদের ছাড়লে আবার
যাচ্ছ বাড়িতে,
হিসেব নিতে আসছে লোকে
ভোটের গাড়িতে।
খবর: দুই নেত্রীর সঙ্গে পাঁচ উপদেষ্টার বৈঠক, যুগান্তর, ১৯ নভেম্বর ২০০৮
ছবিটি ১৯ নভেম্বর ২০০৮ দৈনিক প্রথম আলো থেকে নেয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।