আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে পূরণ

খুব সাধারণ ছিলাম, আছি, থাকবো। ছবিতে দেওয়া গাছটির সাথে কম বেশি সবাই পরিচিত। এটাকে বিছুটে গাছ বলে। সিলেটের আন্চলিক ( দু্ঃখিত আন্চলিক বানানটা লিখতে পারছি না ) ভাষায় এটাকে চুতরা পাতা বলে। এই গাছ যদি শরীরের কোন অংশে লাগে তাহলে অনেক চুলকায়।

কারো স্কীন যদি বেশি সেনসিটিভ হয় তাহলে তো আর কথাই নাই। কাল বাইরে থেকে আসার সময় গাছটা দেখে হঠাৎ একটা ইচ্ছে জাগলো। ইচ্ছেটা হলো একজনের মুখে গাছটি ঘষে দিতে । কার মুখে ঘষতে ইচ্ছে করলো তা আবার জানতে চাইবেন না। আর দুই মাস পর দেশে আসবো, দেশে গিয়ে জেলের ভাত খেতে চাইনা।

উনাদের কথাবার্তা শুনে মাথা খারাপ হবার দশা, তারউপর একজন তো কথায় কথায় গরমের ভয় দেখায়। এসব দেখে শুনে আসার ইচ্ছেটা দমে যায়। আবার ভাবি পাগলের কথায় আমার সাধ অপূর্ণ রাখার কোন মানেই হয় না। আর গরম তো ভাল, এই ফাকে তামাটে বর্ণ ধারন করে নিব ! যাক কথা শেষ করি। মনে মনে হাতে গ্লাভস পরে কয়েকটি পাতা ছিড়ে ইচ্ছে মতো উনার মুখে ঘষে দিলাম।

তারপর অনেক শান্তি পেলাম। এত শান্তি পেলাম যে আমি জোরে হা হা হা করে হেসে উঠলাম। আশে পাশে যারা ছিল তারা একটু অবাক হলো, প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল দেখে বললাম, ডোন্ট ওরি, আইম ফাইন!!! আমার মত আর কারো ইচ্ছা হলে ঘষে দিতে পারেন। গাছটি সম্পুর্ন ফ্রি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.