উড়তে চাওয়া মন ,স্বপ্নে বোনা জীবন , খোলা আকাশ আমার অনেক বেশি আপন আজকের এই ক্লান্ত দুপুর টা আমাকে একটানে নিয়ে গেল বেশ কয়েক বছর আগে। যখন আমি সবে স্কুল যাওয়া শুরু করেছি। এমন দুপুরে আম্মু চাইত আমি ঘুমাই ,্কিন্ত আমার কি আর ঘুম আসে? মাথায় কত চিন্তা , আমের গুঁটি কুড়ানো লাগবে, খেলা- বাড়ি খেলতে হবে, আর ভর দুপুরে গাছে পানি দেওয়া ছিল আমার অতি প্রিও একটা কাজ । এ নিয়ে কত বকা যে আম্মুর কাছে খেয়েছি। প্রতিদিন ঘুমন্ত আম্মুর কাছ থেকে আস্তে করে উঠে যেতাম আমার নিজের সংসার এ।
কত কাজ আমার. ...। সব কাজ শেষ করতে না করতেই আম্মু উঠে পড়ত । আর আমাকে শোনাত তার করল্লা মার্কা বচন । আহা সে কি বকাঝকা । আমিও লক্ষ্মী বাচ্চার মত ঢুকতাম গিয়ে আমার দাদুর কোলের ভিতর , যেখানে আম্মু কেন পৃথিবীর কোন কিছুই আমাকে স্পর্শ করতে পারত না ।
দাদু ছিল আমার পরম নির্ভরতার স্থান । যত দুষ্টুমি ই করি না কেন তার কাছে আমার সাত খুন মাফ ।
আজ আমি আম্মু থেকে অনেক দূরে , এখন আমাকে আর দুপুরে ঘুমানর জন্য রাগ করা লাগেনা । নিজেই এখন দুপুর বেলা ঘুমের রাজ্যে চলে যাই । সেই রাজ্যে আমার দাদুর কোলটা খুঁজে বেরাই ,যা আমি হারিয়ে ফেলেছি ৭ বছর আগে , চলে গেছে এক্কে বারে না ফেরার দেশে ।
জানি না কি রাগে আর আমাকে দেখা দেয় না ।
আজ খুব যেতে ইচ্ছা করছে সেই দুপুরটায় যেখানে পাবো দাদুর নির্ভরতার হাসি আর আদরে ভরা টিয়া দাদা ডাকটা , দেখতে পাব মায়া মাখা সেই হাসি ভরা মুখটা । যদি পারতাম ..........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।