গীর্বাণের লেখা অন্যান্য বিষয়াবলি
কবে যে সুরটা কেটে গেছে তার হিসেব নেই
বৎসর যুগ বা তারও বেশী
এখনও সেই বীনা হাতে ঘুরে বেড়াই মায়ার বাঁধনে
ফেলে দিতে চাই, পারি না।
কারণ ?
এর সুর যাকে শুনিয়ে ছিলাম সে আজ অনেক দূরে
চলে গেছে নীলিমার দেশে, কেউ তার হিসেব রাখেনি
আমি হয়তো বা তার সঠিক যে পরিসংখ্যান আছে
তা দিতে পারব না
কিন্তূ সে এসেছিল,
কত বার এসেছিল তা বলতে পারবো
আমি কেন, এই বীনা তার সাক্ষী।
মধুর আলাপে ছিলাম ব্যস্ত, বীনা একধারে
অথচ খুঁজেই পাইনি তাকে।
আলো আধারির খেলায় দুজন একত্রে পাইনি কখনও
যখন সে আসে তখন সে নেই।
কোথায় সে ?
তা জানিনা, হয়তো লুকিয়ে আড়ালে।
শূণ্য আকাশের নিচে জ্যোৎস্না রাতে জানালার ফাঁক দিয়ে
অথবা এমন নির্জন অন্ধকারে
সে যখন আসে কত কথা বলি তার সাথে
ভুলে যাই সব কিছু,
কেমন আছ ? এটুকুও
মনে হতেই, উষ্ণ আবেগে জড়িয়ে ধরি তাকে
হৃদয়ের সব আবেগ জড়ানো চুমু এঁকে দিতে তার কপালে
ঠিক তখনই বাদ সাধে সে, অর্থাৎ বীনা
টুংটাং শব্দ করে আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়
' সে নয়, আমি। শুধু আমি।'
চমকে উঠতে আবার থেমে যাই
হয়তো এই জন্যই !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।