মল্ল-যুদ্ধ সংক্ষেপে WWF (world wrestling federation) ছিল ছোটবেলার আমার বড় আকর্ষণ !!
৭.১০ অথবা ৭.৩০ শুরু হত বিটিভি তে, এর আগে কত কিছু করে যে আম্মা কে ম্যানেজ করতে হত !!
আম্মা দেখতে মানা করতেন না কখনো, তবে শর্ত ছিল একটা “বাসায় ওগুলো করা যাবে না”।
রক এর ব্যাক গ্রাঊন্ড মিউজিক, থ্রীপল এইচ(HHH) এর উপরের দিকে পানি ছিটানো, কেইন এর কিম্ভূতকিমাকার মুখোশ, আন্ডারটেকার এর হার্লি ডেভিসন বাইক অথবা চোখ উলটানোর দৃশ্য ... কি আসাধারণ ছিল ব্যাপার গুলো !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।