তুমি ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ কর, আহাম্মকদের থেকে দূরে থাকো. -সুরা আরাফ, আয়াত.১৯৯
পুড়ে দোমড়ানো মোচরানো টিনের স্তুপ।
ক্ষতিগ্রস্হ পরিবর।
একটি পানির কল চাপ দিলে এখোন পানি ওঠে, আর এই পানির অভাবে পুড়ে গিছিল লক্ষ টাকার সম্পদ।
একটি সাইকেল।
ধ্বংসের মাঝে কি ছু খুজে পাবার তিব্র বাসনা।
পুরা যাওয়া গাজি ট্যাংক।
ক্ষতি গ্রস্হ পরিবারের একাংশ।
রূপার পালংক।
সব হারা একজন।
দোকানের মালামাল পোরা স্তপ।
পুরে যাওয়া বই।
পুরে যাওয়া চায়ের পেয়ালা।
আগুনের চুলা জ্বলে গেছে আগুনে।
পুরে যাওয়া গাছের পাতা।
স্বপ্নের আলমারি।
এটি একটি দোকানের ছবি।
নিরাপত্যার চাদোর।
ব্যানার।
দোকানের জায়গায় পোড়া স্তুপ।
পাশের রাস্তার দোকানেও লেগেছিলো আগুন।
এখোন উড়ছে ধোয়া।
উৎসুখ জনতা এবং আমরা।
এই গলি পথ টি বাচিয়ে দিয়েছে অপর পাশের দোকান গুলো।
ইজামার পাথর বাচাতে পারেনি তার নিজের ব্যানার, আফসুস।
এবার নিচে একটা অফ টপিকস এর ছবি দেই, উপরের ছবি গুলো তুলে গিয়ে ছিলাম কাওরান বাজার, সেখানের কাজ সেরে ফেরার পথে দেখলাম একটি শিশু ও নারী শুয়ে আছে আন্ডার পাসের নিচে, কষ্ট হয় আমার, আমরা কি কিছুই করতে পারিনা?! এদের জন্য, কোথায় আমাদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, অথবা নারী অধিকার বাস্তবায়নের নেত্রিরা।
অবাক লাগে আমার যাদের ক্ষেত্র অধিকারের প্রয়গ দরকার তাদের ক্ষেত্রে সবাই নিস্চুপ, অথচ যে সব নারীরা আব্রুর মধ্যে স্বামিসন্তান নিয়ে সুখে আছে তাদের কে কিভাবে অব্রু থেকে বের করে আনা যায় তার চেষ্টায় সো কল্ড নারী উন্নয়নের ঝান্ডা উঠায় নারী বাদিরা। কষ্ট হয় আমার বড়ই কষ্ট।
আমার পুর্বের কিছু পোষ্টঃ
এটি আমার রিসেন্টে একটি হিট পোষ্টঃ
Yes! but not with you কঠিন ভাবে ২১+
আরো কিছু পোষ্টের লিংকঃ
View this link
ফেইস বুকে আমাকে আমার পেইজ দেখতে চাইলে নিচের লিংকে যানঃ
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।