আমাদের কথা খুঁজে নিন

   

সিরি এ তে গোলবন্যার রাত

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা পড়ুন >> কোন সহানুভূতি নেই আমিরের জন্য! এখনও মেসির অনেক কিছুই দেয়ার বাকিঃ স্যার অ্যালেক্স ফার্গুসন ৫-৪! স্কোরলাইন কি ম্যাচের বর্ননা দিতে পারে? সিরি এ তে কি ছিলোনা ম্যাচজুড়ে! একের পর এক গোল, দৃষ্টিনন্দন আক্রমনাত্মক ফুটবল, বিতর্ক, লাল কার্ড আর পেনাল্টির বন্যা। ফুটবলের সব আয়োজনের উপস্থিতি ছিলো গতকালের ইন্টার মিলান আর জেনোয়ার ম্যাচে। দিয়েগো মিলিতোর হ্যাটট্রিকে ইন্টারমিলান ৫-৪ গোলে হারিয়েছে জেনোয়াকে। খেলার শুরু থেকেই দুই দল আক্রমন আর পাল্টা আক্রমনের খেলা খেলতে থাকে। খেলার ১৩ মিনিটের সময় ফোরলানের বাড়িয়ে দেয়া বলে সুন্দর ফিনিশিং দিয়ে ইন্টারকে ১-০ গোলে এগিয়ে দেন মিলিতো।

এর কিছুক্ষন পরেই ক্যাম্বিয়াসোর হেডার বিফলে না গেলে ব্যাবধান দ্বিগুন হতে পারতো অনায়াসে। এরপর ইন্টারের ডেজান ডিফেন্সচেরা লম্বা এক পাস দিলে তা ক্লিয়ার করতে গিয়ে মিলিতোর পায়ে তুলে দেন জেনোয়া ডিফেন্ডার খাখাবার। আর মিলিতো ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্যাবধান দ্বিগুন করেন। ৩৮ মিনিটের সময় খালি গোলবার পেয়ে গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন ডিফেন্ডার স্যামুয়েল। প্রথমার্ধ্বের খেলা শেষ হবার ঠিক আগে জেনোয়া ডিফেন্ডার মোরেত্তি গোল করে ব্যাবধান কমিয়ে ৩-১ করেন।

দ্বিতীয়ার্ধ্বের ৫৯ মিনিটের সময় পেনাল্টি বক্সে ইন্টার অধিনায়ক জানেত্তির হাতে বল লাগলে পেনাল্টি পায় জেনোয়া। আর সেই পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান ৩-২ করেন পালাচিও। খেলার ৭৪ মিনিটের সময় জেনোয়া গোলরক্ষক ফ্রেকে অসহায় বানিয়ে গোল করে দলকে ৪-২ ব্যাবধানে এগিয়ে দেন ইন্টার স্ট্রাইকার জারাতে। এরপর ডিফেন্সিভ খোলসে ঢুকে পড়ে ইন্টার। কিন্তু নাটকীয়তা আসে খেলার ৭৯ মিনিটের সময়।

প্রতিপক্ষ খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইন্টার গোলরক্ষক জুলিও সিজার। দশজনের দলে পরিনত হয় ইন্টার আর পেনাল্টি পায় জেনোয়া। পেনাল্টি থেকে গোল করে গিলার্দিনো স্কোরলাইন ৪-৩ করেন। এরপর দশজনের ইন্টারের বিপক্ষে খেলতে অস্বস্তি লাগছিলো কিনা, তাই জেনোয়াও দশজনের দলে পরিনত হলো খেলার ৮৪ মিনিটের সময়। জেনোয়া মিডফিল্ডার ফার্নান্দো সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।

ইন্টার পেয়ে যায় পেনাল্টি। আর সেই পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরনের পাশাপাশি দলকে ৫-৩ গোলে এগিয়ে দেন মিলিতো। খেলার ৯০ মিনিটের সময় পেনাল্টি পেয়ে যায় জেনোয়া। আর সেই পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান ৫-৪ করে খেলায় কিছুটা উত্তেজনা আনেন গিলার্দিনো। এরপর দুই দলই গোল করার চেষ্টা করলেও, খেলা ৫-৪ ব্যাবধানেই শেষ হয়।

মূল রিপোর্ট পড়ুন এখানে চুক্তি থেকে বাদ আশরাফুল, নতুন ক্রিকেটাররা রুকি ক্যাটাগরীতে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.