আমাদের কথা খুঁজে নিন

   

আবারো হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি, সিরি এ তে এসি মিলানের ড্র

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা ৬ পয়েন্ট পেছনেই রইলো বার্সেলোনা, বিস্তারিত ম্যাচ রিপোর্ট রোনালদো আর হিগুয়েইনের জোড়া গোলে রিয়ালের বড় জয়, বিস্তারিত ম্যাচ রিপোর্ট ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা লড়াইয়ে দীর্ঘদিন এগিয়ে থেকেও পিছিয়ে গিয়েছিলো ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটির সাথে দূরত্ব আরো বাড়লো বলে। গতকাল রাতে সান্ডারল্যান্ডের সাথে কষ্টার্জিত এক ড্র পেয়েছে ম্যানচেস্টার সিটি। খেলার ৩১ মিনিটের সময় মিডফিল্ডার লারসনের গোলে ১-০ তে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। ৪৩ মিনিটের সময় মারিও বালতেল্লি পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা আনেন।

বিরতির ঠিক আগে গোল করে ব্যাবধান ২-১ করেন সান্ডারল্যান্ডের স্ট্রাইকার নিকলাস। বিরতির পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ এ এগিয়ে দেন লারসন। এরপর খেলার ৮৫ ও ৮৬ মিনিটে পরপর দুইগোল করে খেলায় সমতা আনে সিটি। শেষমুহুর্তের এই দুটি গোল করেন, বালতেল্লি ও কোলারভ। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড যদি তাদের পরবর্তী ম্যাচ জিতে যায়, তবে সিটির সাথে তাদের পয়েন্টের ব্যাবধান হবে পাঁচ! এদিকে প্রিমিয়ার লীগের অন্যম্যাচে চেলসি ইভানোভিচের জোড়া গোলে ৪-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।

খেলার ৯ মিনিটেই স্ট্রাইকার ড্যানিয়েলের গোলে ১ – ০ তে এগিয়ে যায় চেলসি। ৫১ মিনিটের সময় ব্যাবধান দ্বিগুন করেন ইভানোভিচ। কিন্তু এরপরই খেলায় ফিরে আসে ভিলা। ৭৭ মিনিটে কলিনস ও ৮০ মিনিটে এরিকের ২-২ গোলে সমতা আনে অ্যাস্টন ভিলা। এরপর ৮৩ মিনিটের সময় ইভানোভিচ ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে ৩-২ এ এগিয়ে দেন চেলসিকে।

খেলা শেষ হবার ঠিক আগে তোরেস গোল করে দলের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন। সিরি এ তে এসি মিলান আর ক্যাটানিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। খেলার ৩৪ মিনিটের সময় রবিনহো গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। কিন্তু ৫৭ মিনিটের সময় ক্যাটানিয়া ডিফেন্ডার স্পোল্লির গোলে ১-১ সমতা আসে খেলায়। পরে আর কোনো দল গোল করতে পারেনি।

মূল রিপোর্ট এখানে আরো পড়ুন>> হিগুয়েইনের এর ১০০ গোল ক্রিকেটের বাইরে কিছুই ভাবতে চাই না - সাকিব আল হাসান (সাক্ষাতকার) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।