.................।
২০০৮-০৯ সিজন ইতিমধ্য ফিনিশ। বা'সা অন্যগ্রহের বিমোহিত করা ফুটবল খেলে দ'শক, ফুটবল বোদ্ধা, ট্রফি জয় করে নিয়েছে। এই বছরের
সেরা পাচ ফুটবলারের কথা বললে তিনজনেই থাকবে বা'সার। সামনেই আসছে ফুটবল দলবদল।
আমার মতো সামুর ফুটবল প্রেমিকরা ইতিমধ্য আলোচনা শুরু করে দিয়েছেন। আমি চেস্টা করছি গত সিজনের কার কি টা'গেট, দূ'বলতা এবং নেক্সট সিজনে কি রকম হতে পারে সেই দলগূলোর তার এক ফালতু এনালাইসিস। প্রথমেই আসি সিরি-এ এর কথায়। এ কথা মানতেই হবে যে চ্যাম্পিয়ন্স লীগে সবথেকে বেশি ফাইনালিস্ট যোগান দেওয়া এই লীগটি এখন লা লীগা ও ইপিএল এর কাছে ধুকছে।
অথচ এককালে সিরি এ কাপিয়েছে- ম্যারাডোনা,প্লাটিনি,রাইকা'ড
,বাস্তেন,রুইকস্তা,জিদানের সোনালী সময়,ম্যাথাউস,রোনাল্ডো(বড়) আর
ইতালীর বিগ স্টারদের কথা বাদ দেই না হয়।
ইতালির সত্যকার অ'থে বড় ক্লাব তিনটি।
১। ইন্টার মিলানঃ গত সিজনে চ্যাম্পিয়ন্স লীগ টা'গেট করে
মরিনহোকে ২য় লীগেই বাদ পড়তে হয় চ্যাম্পিয়ন্স লীগ থেকে।
ইন্টারের গত সিজনে মেইন দূ'বল পয়েন্ট ছিল- ক্রিয়েটিভ
মিডফিল্ডারের অভাব। স্ট্যানকোভিচের মত অ্যাটাকিং মিডফিল্ডার দিয়ে
আর যাই হোক চ্যাম্পিয়ন্স লীগ জিতা যায় না ম্যান ইউ এর সাথে খেলায় এটাই প্রমাণিত হয়েছে, যখনি ইব্রাহিমোভিচের পায়ে বল গিয়েছে তখন ইন্টারকে একটু ভয়ংকর লেগেছে।
আরো ছিল বক্স অফ দ্যা ফক্স টাইপ
স্ট্রাইকার(যেমনঃ নিস্টলরয়) এর অভাব। ইব্রাহিমোভিচ সেন্ট্রার স্ট্রাইকার থেকে সাপো'টিং স্ট্রাইকার হিসেবে ভালো। মরিনহোর সাধ করে আনা কারেশমা পুরা ফ্লপ। তাই গতবারের টা'গেট চ্যাম্পিয়ন্স লীগএ তেমন কিছুই করতে পারেনি ইন্টার। তবে দূ'বল সিরি-এ এর কারণে সিরি-এ জিততে কোন সমস্যাই হয় নাই।
তবে নেক্সট সিজনে যদি ইন্টার চ্যাম্পিয়ন্স লীগে সাফল্য পেতে চায় তবে প্রথমেই দরকার গোলশিকারি স্ট্রাইকার, মিডফিল্ডে ক্রিয়েটিভ প্লেয়ার। ইতিমধ্যিই মরিনহো সিরি-এ এইবারের চমক জেনোয়া(৫ম) এর আজে'ন্টাইন স্ট্রাইকার
মিলিতো(সিরি-এ ২য় স'বোচ্চ গোলদাতা),মোট্রা(হোল্ডিং মিডফিল্ডার) কে দলে ভিড়িয়েছে। ইব্রা যদি চলে যায় কনফা'ম আরেকজন ভালো ফরওয়া'ড নিবে-সেটা হতে পারে ইতো অথবা অন্য কেউ। তবে সব থেকে বড় দরকার অ্যাটাকার। বাজারে গুজব আসে পো'তোর মিলন হতে পারে মরিনহো-ডেকো কাপলের।
ইতালীয়ান স্টার ক্যাসানো আসতে পারে।
তবে যদি উইং অথবা অ্যাটাকিং মিডফিল্ড ভালো করতে পারলেই ইন্টার ভালো রকম প্রতিদন্দীতা গড়ে তুলতে পারে।
২। জুভেন্টাসঃমাত্র ম্যাচ ফিক্সিং এর খাড়া থেকে উঠে আসা তুরিনের ওল্ড লেডি ন্যাচারালি আশা করেছিলাম এবার ভালো
করবে না,তার সাথে যোগ হয়েছিল রনিয়েরির মত ফাউল কোচ। মধ্যমাঠে ক্যামরুনেসির সা'ভিস বলতে গেলে পায় নাই।
সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে কখনো ট্রেজেগুয়েট, কখনো আমুরাই, কখনো ইয়াকুইন্টা খেলেছে। সাথে যোগ হয়েছিল দলনেতা দেলপিয়েরোর ফ'মের উঠানামা। অনেকদিন অণুপস্থিত ছিল বুফন। ফলে বুফনের পারফ'মেন্স ধারাবাহিক ছিল না।
ইন্টার যেমন এক-দুইটি জায়গা ঠিক করতে পারলেই মোটামুটি ইউরোপে কমপিটিশন দিতে পারবে জুভেন্টাসের অবস্থা সেরকম না।
ব্রাজিলিয়ান ডিয়েগো নেক্সট সিজনে জুভেন্টাসের হয়ে খেললে মিডফিল্ড চিন্তামুক্ত। কারণ হাতে আরো আছে ক্যামরুনেসি ফর ক্রিয়েটিভিটি। কিন্তু ডিফেন্স চিলেনি ছাড়া তেমন নি'ভরযোগ্য কেউ নেই। সাথে দরকার স্ট্রাইকার।
জুভেন্টাস বা'সার মতো আগের খেলয়াড় ফেরারা কে কোচ হিসেবে নিয়োগ করেছে।
হাতে তেমন মাল-মশালা না থাকায় তেমন আশাবাদি হওয়ার মত কিছু নেই তুরিনের বুড়ি কে নিয়ে।
৩। এসি মিলানঃ ইতালির এই ক্লাবটি সিরি-এ ক্লাব গুলোরএর মধ্য বাহিরে জনপ্রিয়তা সব থেকে বেশি। তবে সিরি-এ অধিকাংশ ক্লাবের মতআ'থিক দৈন্যতে ভুগছে মনে হয় ক্লাবটি। গতবারে তো চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা ছিলনা, লীগে ও ভালো করতে পারে নাই-১০ পয়েন্টের ব্যবধান ছিল শী'ষ দল থেকে।
ক্লাব প্রধান বালু'সকোনী অভিযোগ তুলেছেন কোচ অ্যানচেলোও এর দিকে। কোচ রোনালদিনহোর মত স্টার কে বেশি বেঞ্ছে বসিয়ে রাখায় কিছুটা ক্ষুব্ধ ক্লাবের মালিক। তবে সাবেক হয়ে যাওয়া এই মিলান কোচ মনে হয় কাকা-রোনালদিনহোর খেলার স্টাইল ম্যাচ না করার কারণে রোনালদিনহো কম খেলেছ।
অথবা কোচের প্রিয় ৪-৩-১-২ তে দুই স্ট্রাইকারের পিছনে কাকা পছন্দনীয় অথবা অধিক সিড'ফ প্রীতি। তারপর ইনজুরি সমস্যা লাগাতার ছিল সানসিরো বেজড এই ক্লাবের।
লিওনা'দো সাবেক কোচের পছন্দনীয় ফরমেশনে খেলবে নাকি অন্য ফরমেশনে খেলবে আগ বাড়িয়ে বলা মুশকিল। পাতো ভালো খেলোয়াড় বাট বয়সে অনেক তরূণ তাই বিগ ম্যাচে বড় স্ট্রাইকার দরকার। কাকা কে বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আদাবায়র অথবা দ্রগবা টাইপ স্ট্রাইকার দরকার হতে পারে। অ্যাটাকিং প্লেয়াড় হিসেবে রোনালদিনহো থাকাবে। রোনালদিনহো বয়স ৩০ এর কম, এখন ও জলে উঠার মত সময় আসে।
যদি জলে উঠে
তবে মিলানকে কাকার অভাব মোটেও টের পেতে দিবে না। তবে যদি রোনালদিনহোর শীত নিদ্রা না ভাংগে তবে মিডফিল্ডের লাস্ট জোনে একজন ভালো অ্যাটাকার দরকার। মা'কেটে গুজব আছে এসিয়েন এবং পিরলোর অদলবদল। হয়ত চেলসির ফ্যানদের কাছে এসিয়েন বড় খেলোয়াড় কিন্তু সত্যি কথা হল মিলানের এবং ইতালি জাতীয় দলের
আনসাং হিরো কিন্তু এই পিরলো, বলতে পারুন বা'সার জাভির মত। মিলানের লাস্ট ম্যাজিক হয়ত কাকা দেখাতো কিন্তু বল ডিস্ট্রবিউশন বলুন, ডেড বল স্পেশালিস্ট বলুন সব কিন্তু এই পিরলো।
ভুলে যাবেন না ২০০৬, পিরলোর উপর ডিপেন্ড করে লিপ্পি ইতালির চিরচারিত ক্যাতনাক্যাচ্চি স্টাইল ছুড়ে ফেলে দিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছে।
মনে করে দেখুন ২০০৮ ইউরো পিরলো বিহিন স্পেনের কাছে ট্রাইবেকারে হার, অথচ পিরলোর উপর ভর করে গ্রপ অফ ডেথ পার করেছে। পিরলোকে ছাড়া আর নিজের পায়ে কুড়াল মারা এক কথা মিলানের জন্য। কাকা কে বিক্রি করে ৫০-৬০ মিলিয়ন ইউরো আসবে বাট এই আনসাং হিরোর জন্য কত আসবে,অনেক কম কারণ পিরলো মিডিয়া স্টার না।
আসুন একনজরে দেখুন কাকা বিহীন মিলানের মিডফিল্ড- ফ্লামিনি,পিরলো,গাটুসো,অ্যামব্রোসিনি,সিড'ফ রোনালদিনহো/অন্য কোন খেলোয়াড়।
যে কোন টিম থেকে খারাপ দেখায় না নিশ্চয়ই। ডিপেন্ড করছে লাস্ট মিডফিল্ড অ্যাটাকারের স্পা'কের উপর। কাকা বিদায় হলে আমি কনফা'ম মিলান ১ জন ভালো স্ট্রাইকার এবং ১/২ জন ডিফেন্ডার নিবে। নেস্টা গত সিজন খেলতে পারে নাই ইনজুরির কারণে। এই সিজনে ব্যাক করবে।
জুভেন্টাসের মত মিলানের অনেক ফ্যাক্টর, কাকা কি মিলান ছাড়বে, যদি ছাড়ে তাহলে মেইন অ্যাটাকার কে হবে, কোচের স্ট্র্যাটেজি কি হবে। যদি না ছাড়ে তবে মিলানের হাতে কি এত টাকা আছে একজন
গোলশিকারি কিনার। অপেক্ষায় থাকলাম সিরি-এ এর এই প্রিয় ক্লাবটির ফিউচার দেখতে।
তবে আমার মতে নেক্সট সিজনে ও সিরি-এ তে ডোমিনেট করবে ইন্টার কারণ বাকি প্রধান প্রতিদন্দী দুই দলের কোচের অনভিজ্জতা। লিওনা'দো তো কোন কোচিং এক্সপিরেয়েন্স নেই।
ফেরারা কিছু আছে। কিন্তু বা'সার গুয়া'দিওলা যেরকম একঝাক মেধাবি ফুটবলার পেয়েছে, তুরিনের বুড়ির তার ধারে কাছে কিছু নেই। যদি মরিনহো তার জাদরেল চোখ দিয়ে
ইন্টারের ক্ষত সারিয়ে তুলতে পারে তবে ইন্টার চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে পৌছলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আপাতত এটুকুতেই আজ ক্ষান্ত দিলাম। পরে অন্যদিন ফুটবল নিয়ে আরো ব্লগ আসবে ইনশাল্লাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।