আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা, চারিদিকে এমন ধোয়াটে ভাব ক্যানো ? বড় ধরনের প্রাকৃতিক কোনো দূর্যোগ আসবে নাকি ?

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার। মিরপুর পল্লবী এলাকার আকাশ কেমন যেনো ধোয়াটে ধোয়াটে ভাব। ঠিক যেমন ধূলি ঝড় উঠলে যেমন হয়, ঠিক তেমন। অথচ একরত্তি বাতাসও নেই। ভয় লাগছে, কোনো বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগের লক্মন নাকি । আল্লাহ পাকের কোনো বড় ধরনের গযব আসছে নাকি , কে জানে ? আপনাদের কার এলাকার কি অবস্থা । আল্লাহ , আপনি আমাদের সবাইকে মাফ করে দিন ( আমিন ) আপডেট: এখন এই ধোয়াটে ভাবটা অনেকটাই কেটে গেছে। এবং কলিজায় সাহস ফিরে পাচ্ছি াব হওয়া । আলহামদুলিল্লাহ। তবে হঠাৎ করে এরকম ধোয়াটে ভাব হবার রহস্য কি কে জানে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।