আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা- কান্নার রঙ কি?

চিহ্নহীন পথের কথা

পত্রিকা কিংবা পর্দা জুড়ে যুদ্ধের লাল রঙে সাতার কাটতে কাটতে বেদনায় নীল রঙে ভেসে যেতে কাতরে উঠি, সবুজ গালিচা পাতা মাঠটায় বেগুনি রঙের বুনো ফুল ফুটেছে, যে কেউ সুতোয় বেধে কান থেকে ঝুলিয়ে দিলেই কি সুন্দর ঝুমকা হাটার তালে তালে দুলতে শুরু করে, মন বিষন্নতার হলুদ রঙ ঝেড়ে ফেলে গা থেকে আলগা পালকের মতো মাথা উচু করে তাকায় আকাশে- আসমানী রঙ সেখানে কমলা রঙের জ্বলজ্বলে সূর্য গায়ে মেখে জুড়ে আছে পুরোটা দিগন্তেরও বাইরে ... ঐ আকাশটাকে ছোবে বলে একটি পাখি কান্না জুড়েছে - আচ্ছা - কান্নার রঙ কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।