আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা................।

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
মেয়েটা এতদিনে বেশ ভালো করেই বুঝে গেছে ছোট্ট করে আচ্ছা........বলে ও কিন্তু অনেক কথার উত্তর দেওয়া যায়..... কলেজের শুরুর দিকে:~~~ নেহাত-ই- নাই বুদ্ধিসম্পন্ন এক লোক ভ্যালেন্টাইন ডে'র আগের দিন ভালো মানুষের মত মুখ করে বললো......"বুঝলা!!!এইসব ভ্যালেন্টাইন ডে হলো আলগা ফ্যাশন.....ঐদিন তুমি যদি কলেজ ড্রেসেও বাসা থেকে বের হও গার্জিয়ানরা ভাববে ডেটিং করছো.....এখনকার গার্জিয়ানরা সব বুঝে....সবচেয়ে ভালো হয় ঐদিন ঘরে বসে থাকলে....কেউ কিছু সন্দেহ করবে না!!! :আচ্ছা.........( মেয়েটা মনে মনে হাসে আর ভাবে......সাধে কি আর রিক্সাওয়ালা ডাকি!!! বেশী ভাবধরা ভুংভাং করা পাবলিক,এত ভনিতা না করে সরাসরি বললেই হয়....তাও বলবে না....বেশী ইগো থাকলে যা হয় আর কি ) কলেজের শেষের দিকে:~~~ লোকটার এতদিনেও সিকি পরিমাণ বুদ্ধি বাড়েনি। আবারো ডায়লগ দিলো নয়া স্টাইলে....."ভালোবাসা কি খালি একটা দিনের জন্য নাকি!!! মনে ভালোবাসা থাকলে নির্দিষ্ট কোন দিন লাগে না.......আর ভ্যালেন্টাইন ডে টা হলো সব্বাইকে ভালোবাসার জন্য ,সেটা খালি তুমি-আমিতে কেন সীমাবদ্ধ থাকবে। আমি তো আছি সব সময়ের জন্য ....তুমি বরং ভ্যালেন্টাইন ডে টা তোমার ফ্যামিলি,ফ্রেন্ডদের সাথে কাটাও....তাদেরকে ভালোবাসার প্রতীক হিসেবে। :আচ্ছা...............( কি বলতে এসে কি বলে গেল সেটা খুব ভালো করেই বুঝি.....দিনে ৩ বেলা ১০০বার রিক্সাওয়ালা ডাকলে ও মেজাজ ভালো হবে না......আব-জাব লেকচার শুনে শুনে মাথাটা শেষ হয়ে গেল) গতবছর:~~~ গুনে গুনে ৫ টা গোলাপ নিয়ে এসে ১৪ তারিখে রাতে হাজির কিপটুশ কাহিকাটা ক্লোজ-আপ হাসি দিয়ে...."দেখো, ফুলগুলো কি সুন্দর তাই না!!!!! বেশী কিনলাম না......তুমি বকা দিবে,তাই....বকা দিও না কিন্তু। ঘরে ফুল থাকলে মন ফ্রেশ লাগে,মেজাজ ও কম খারাপ হ্য়।

সবচেয়ে বড় কথা হলো ঘরের সৌন্দর্যবৃদ্ধি......"। :আচ্ছা..............(কলিকাল,কলিকাল.......ঘোর কলিকাল। আজ পর্যন্ত যে ঘর গোছাতে জানে না সে কিনা আসলো ঘরের সৌন্দর্যবৃদ্ধি করতে) এইবছর:~~~ মেয়েটা সারাদিন ঘরে ছিলো..... চুপচাপ ছিলো। ঘুমুতে যাবার আগে ফোনে কথা বলে সারাদিনের প্যাঁচাল শোনালো......এখন শান্তিমতন ঘুমাবে। একটু পরেই ছোট,সাধারণ কিন্তু বিশাল অর্থবহ মেসেজটা পেলো........।

উইশটা তো ফোনে কতক্ষণ আগে কথা বলার সময় করতে পারতো!!!!! :আচ্ছা..................(যাক কুম্ভকর্ণের তাহলে ঘুম ভাঙ্গলো......এতদিনে....) সব কথা সব সময় মুখফুটে বলতে হয়না আবার শোনার দরকার নেই.....বুঝার মত মন থাকলেই যথেষ্ট.........।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।