এখন অন্তর্জালে বাংলা লেখা । দুর্দান্ত!
রেনেসার গান একসময় (আসলে এখনো) ভিষন পছন্দ হতো। তবে তাদের ভাল ভাল গান গুলার সময়কালে আমি বেশ ছোটি ছিলাম। আমার তারুন্যে অর্থহীন,শিরোনামহীন ... নামহীনদের প্রলয় বেশী !ওরাও অনেক ভাল গান করেছে এবং করছে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের ক্রেয টা ইদানিং অনেক।
তাদের গান ঠিক বুঝিনা। সুতোরাং এখন ব্যান্ডের গান মানেই কিছুটা পুরোণো গান নিয়েই আছি।
আজকে এই গানের লিরিকটা শেয়ার করতে ইচ্ছে করলোই! আমার ধারনা এটা সবার মুখস্ত ! আমার যেমন !
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় ???
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
দিন বদলের খেলাতে ,মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়?
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন।
দিন বদলের খেলাতে,মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় ?
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ।
দিন বদলের খেলাতে,মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।