আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা, মেডিনোভা কী ?



সময়টা ১৯৯৯। সে সময় আমরা কুমিল্লায়। রেসকোর্সে আমাদের বাসা। বাসার নাম যন্ত্রণা !! ঘরে আমার নতুন বৌ। আমাদের তখন বাকবাকুম অবস্থা (এ শব্দের মাজেজা শুধু বিবাহিতরাই বুঝবেন !!!!)।

বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। বাংলাদেশ বেশ ভালো খেলছে। আমারও মনটা ফুরফুরে। খেলার দর্শক সাকুল্যে ৩ জন। আমি, বাবা আর আমার একমাত্র বৌ।

খেলার মাঝে মুড়ি, চানাচুর আর চা চলছে। বিটিভির রাত আটটার সংবাদ শুরু হলো। যথারীতি খেলা দেখতে পারছি না। মেজাজ খারাপ। আমি তখন মটর সাইকেল ওয়ালা (অমার কেনা না, অফিসের)।

আমি তখন এ সি আই তে। পাশের মহল্লায় (ঝাউতলা) খালা থাকেন। বাবা কে বল্লাম, খালার বাসা থেকে ঘুরে আসি। পথে হঠাৎ আমার একমাত্র বৌ বললো, ‘ আচ্ছা, মেডিনোভা কী ?’ ‘ ঢাকার একটা ডায়াগনস্টিক সেন্টার এর নাম ’- অন্যমনষ্ক ভাবে বললাম আমি। ‘ আরে না, ক্রিকেট খেলায় ওভার শেষে যে বলে....’ কাঁচু মাচু ভাবে বললো সে।

আমি হো হো করে হেসে উঠলাম। বেচারীর অবস্থা ছিলো দেখার মত। এখনও ক্রিকেট খেলা দেখার সময় বা সুযোগ পেলেই ‘মেডিনোভা’ বলে ক্ষেপাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।