আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় নাস্তিকতায় ফাটল ধরেছে! মেধাশূণ্য মাঠ, মুর্খদের খোয়াড়! - কর্ণেল সামুরাই

বহুদিনের পরিচিত ব্লগ। তবে কেমন যেন মরে গেছে তর্কের টেবিলগুলো। ভালো আলোচনা নেই, নেই সুক্ষ চিন্তার লোকেরা। মিস করি সবাইকে। ইদানীং কোন নাস্তিকের পোষ্টে ঢুকলেই দেখছি তর্কই খতম! সবাই চুপচাপ হয়ে যায়।

কেউ কেউ কমেন্ট মডারেশন করে। কেউ করে ব্লক। ইজ্জতের সওয়াল নাকি তাদের? আমার দেশী (রংপুরের) ব্লগার রুদ্রপ্রতাপ এর পোষ্টেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রুদ্র প্রশ্নঃ হিজরা! তে একটুখানি প্রশ্ন করতেই ব্লক। অবশ্য ওনাকে পার্সোনালি যতটুকু জানি, চিকনমাথার লোক কোনদিনই ছিলেন না।

এনাদের পোষ্টে কমেন্ট করাটাও প্রেস্টিজের ব্যাপার। যাই হোক দেখা যাক ফাকা মাঠে নাস্তিকেরা "ইশ্বর" কে নিয়ে গোল দিতে পারে কি না। রুদ্রপ্রতাপ কে তার কমেন্টর জবাব দিয়ে দেই সারা জীবন কেটে গেল একা একা আলোচনা করে আর আপনের দুইলাইনের পোষ্ট দিতে যাব ফেইসবুকে শেয়ার? তাও লোক ডেকে আনতে? মাঝে মঝে কিছু কথা শুনলে না এমনিতেই বোঝা যায় উত্তরবঙ্গকে কেন আয়োডিন শূণ্যের বলা হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.