মৌনতার দীর্ঘশ্বাস...
মনের গহীনে বড়ই আকাংখা আছিল ব্লগীয় জন্মদিন পালন করতাম (আলগা ভাব আরকি )। প্রথম জন্মদিবস আসিয়া পার হইয়া যাইবার পরেও সুযোগের অভাবে আর আইলসামীর স্বভাবে পরথম জন্মদিন খানা পালন করিতে পারিনাই। যাউগ্গা, ওই দুঃখ দুইদিনেই ভুইলা গেছিলাম "নেক্সট ইয়ারে করমু নে" এই শান্তনায়। বাট সৌভাগ্যের কি অম্ল পরিহাস...! ২৩ তারিখে পরীক্ষা পরে গেল । তিনদিন আগে থেকেই প্রিপারেশন এর নামে সময় খেপন করিবার কারণে আমি জানতেই পারলাম না ২২ তারিখে আমার ব্লগিয় জন্মদিনের দুই বর্ষ নিরবে নিভৃতে পার হইয়া যাইতেসে। জানাই হলনা সেদিন আমি ব্লগের মোটামুটি পুরানা বাসিন্দা হিসেবে সার্টিফিকেট পাইলাম । যদিও লেখার চাইতে পড়ি বেশি। তাতে কি, রেজিস্ট্রেশন তো বহুত আগের...! একটু ভাব লইতেই পারি। কিন্তু দেকসেন ভ্রাতাগন কি হইল ! পরীক্ষা টরীক্ষা শেষ কইরা আইসা দেখি এর মধ্যে দুই বছর পার হইয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।